Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • অবৈধ পথে অস্ট্রেলিয়া যাওয়ার চেষ্টা! তেহরানে বন্দি চার গুজরাটি অবশেষে ফিরলেন দেশে — প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
দেশ

অবৈধ পথে অস্ট্রেলিয়া যাওয়ার চেষ্টা! তেহরানে বন্দি চার গুজরাটি অবশেষে ফিরলেন দেশে — প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

Donkey route
Email :3

অবৈধ পথে বিদেশে যাওয়ার ভয়াবহ চেষ্টার পর অবশেষে ভারতে ফিরে এলেন গুজরাটের চার যুবক-যুবতী (Donkey Route)। অস্ট্রেলিয়া পৌঁছানোর উদ্দেশ্যে বিপজ্জনক ‘ডঙ্কি রুট’ ধরে যাত্রা শুরু করলেও শেষমেশ তাঁদের গন্তব্য হয়েছে তেহরানের এক অন্ধকার ঘর (Donkey Route)।

মঙ্গলবার সকালে অহমেদাবাদ বিমানবন্দরে অবতরণ করেন এই চারজন। গন্ধীনগরের পুলিশ সুপার রবি তেজা বাসামাসেট্টি জানিয়েছেন, তাঁরা চরম মানসিক আঘাতের মধ্যে রয়েছেন (Donkey Route)। “ওরা এখনও ভয়ের মধ্যে আছে। খুব বেশি কিছু জানতে পারিনি। কয়েকদিন সময় দিলে বিস্তারিত জানা যাবে,” বলেন তিনি।

জানা গিয়েছে, চারজনই মানসা তালুকার বাপুপুরা গ্রামের বাসিন্দা — অজয়কুমার চৌধুরী (৩১), প্রিয়াবেন চৌধুরী (২৫), অনিলকুমার চৌধুরী (৩৫) এবং নিখিলকুমার চৌধুরী (২৮)। তারা ১৯ অক্টোবর মানসা থেকে দিল্লি যায়, সেখান থেকে এমিরেটস এয়ারলাইন্সে ব্যাংকক ও দুবাই ঘুরে তেহরানে (Donkey Route) পৌঁছায়। কিন্তু ইরানের ইমাম খোমেইনি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছনোর পরই তাঁদের আটক করা হয়।

সূত্রের খবর, এই ঘটনাটির সূত্রপাত হয় স্থানীয় বিধায়ক জয়ন্তিবেন প্যাটেলের হস্তক্ষেপে। তিনি সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে ঘটনাটি জানান। চিঠিতে উল্লেখ করা হয়, চারজনকে তেহরানের ‘হাল্লে হোটেলে’ আটকে রাখা হয়েছে, এবং তাঁদের বন্দি করে রেখেছে ‘বাবা’ নামে এক স্থানীয় দালাল।

এই ঘটনায় গোটা মানসা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেই বলছেন, বিদেশে কাজ বা ভালো জীবনের আশায় অনেক তরুণ-তরুণী এখন ডঙ্কি রুট বা অবৈধ পথে যাত্রা করছেন, যেখানে দালালচক্ররা প্রচুর টাকা নিয়ে মানুষকে প্রতারণা করে।

ঘটনার প্রেক্ষিতে পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি এই “ডঙ্কি রুট” নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বেড়েছে। রবিবারই আমেরিকা থেকে ফেরত পাঠানো হয়েছে হরিয়ানার ৫৪ জন যুবককে, যারা একইভাবে অবৈধ পথে প্রবেশের চেষ্টা করেছিল।

যুক্তরাষ্ট্রের প্রশাসন সম্প্রতি অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। গত কয়েক মাসে শতাধিক ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে বলে খবর।

মানবাধিকার কর্মীদের মতে, এই ঘটনা ভারতের তরুণ সমাজের এক ভয়াবহ বাস্তবতা তুলে ধরছে — বিদেশে ভালো জীবনের মোহ, দালালদের প্রলোভন, আর শেষে ভয়ঙ্কর প্রতারণা ও বন্দিদশা।

গুজরাটের এই চারজনের দেশে ফেরা যদিও আশার আলো দেখিয়েছে, কিন্তু তাঁদের অভিজ্ঞতা যেন এক করুণ বার্তা — অবৈধ পথে স্বপ্নের দেশ নয়, অপেক্ষা করছে দুঃস্বপ্নের বাস্তবতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts