Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ভাঙড়ে আবার উত্তেজনা, তৃণমূল-আইএসএফ সংঘর্ষে আহত, বিধায়ক ও কর্মীদের তোপালাপ
জেলা

ভাঙড়ে আবার উত্তেজনা, তৃণমূল-আইএসএফ সংঘর্ষে আহত, বিধায়ক ও কর্মীদের তোপালাপ

naushad siddique m
Email :3

কলকাতা পুলিশের তত্ত্বাবধানে আনা হয়েছে ভাঙড়কে (Bhangarh Clash), তবুও ভাঙড়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল নয়। বিধানসভা নির্বাচনের আগের এই সময়ে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। মঙ্গলবার রাতে ভাঙড়ের ২ নম্বর ব্লকের ছেলেগোয়ালিয়া এলাকায় তৃণমূল কংগ্রেস ও আইএসএফের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে (Bhangarh Clash)। অভিযোগ উঠেছে, আইএসএফের কর্মীরা তৃণমূল কর্মীদের উপর হামলা চালিয়েছে, আর অন্যদিকে তৃণমূল কর্মীরাও আইএসএফের কর্মীদের গালাগালি করার অভিযোগ তুলেছে। দুই দলের নেতারা পরস্পরকে তোপ দাগছেন।

গতকাল শানপুকুর এলাকার মাঝের আইট এলাকায় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী একটি পার্টি অফিস উদ্বোধন করেন। ওই সময় তাঁর সঙ্গে ছিলেন শতাধিক সমর্থক। অভিযোগ, রাস্তার ধারে বসে থাকা তৃণমূল কর্মীদের লক্ষ্য করে হামলা চালানো হয় এবং মাচাটি ভাঙচুর করা হয়(Bhangarh Clash)। ঘটনায় দু’জন তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা।

নুরুল ইসলাম নামে আহত এক তৃণমূল কর্মী বলেন, “আমরা মাচায় বসেছিলাম। নওশাদ সিদ্দিকীর মিছিল চলে যাওয়ার পর আইএসএফের লোকজন এসে আমাকে মারধর করেছে। আমি তৃণমূল করি বলেই আমাকে আঘাত করেছে।”

এই খবর পেয়ে শওকত মোল্লা কর্মী-সমর্থকদের নিয়ে ঘটনাস্থলে যান (Bhangarh Clash)। তাঁর আগমনের পর এলাকায় উত্তেজনা আরও বাড়ে। উত্তর কাশীপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শওকত মোল্লা বৃহস্পতিবার এলাকায় প্রতিবাদ মিছিল ডাকার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, “নওশাদ সিদ্দিকী মিটিং করে যাওয়ার পর আমাদের ছেলেদের মারধর করা হয়েছে। আইএসএফ এই ধরনের কার্যকলাপ বারবার করছে। ভাঙড়ে পায়ের তলা থেকে মাটি সরছে বলে এমন হচ্ছে।”

অভিযোগ অস্বীকার করে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, “কোনও ঝামেলা হয়নি। আমাদের মিছিল শান্তিপূর্ণ ছিল। নাটক বন্ধ করা উচিত। পুলিশ ব্যবস্থা না নিলে আমরা কথা বলব না, গণতান্ত্রিকভাবে জবাব দেব।”

প্রসঙ্গত, সোমবার রাতেও ভাঙড়ে আইএসএফ ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ভাঙড়ের ভোগালি দুই গ্রাম পঞ্চায়েত এলাকার ভুমরু গ্রামে বাজি পোড়ানোর কারণে ঝামেলা বাধে। বচসা কয়েক মুহূর্তের মধ্যেই হাতাহাতিতে রূপ নেয় এবং পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে। পুলিশ ওই ঘটনায় দুই জনকে গ্রেফতার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts