দেওয়ালির মাঝেই ফের উত্তাল রাজনীতি! বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুতে ফের বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার নন্দীগ্রামের কালীপুজোর মঞ্চ থেকে তিনি প্রশ্ন তোলেন— “বিদেশি অনুপ্রবেশকারীদের ভোটে কেন তাঁরা জিতবেন?”
শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “আমরা ভারতীয় মুসলমানদের নিয়ে কিছু বলছি না। কিন্তু নন্দীগ্রামে বাংলাদেশের মহিলা ধরা পড়েছে। ভোটার তালিকায় নাম উঠছে অনুপ্রবেশকারীদের। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে বাংলাদেশ থেকে মেয়েদের পটিয়ে এনে দ্বিতীয়, তৃতীয় বিয়ে করে রাখা হচ্ছে। ভারতীয়দের সম্পত্তি দখল করছে বাংলাদেশিরা। নন্দীগ্রাম সীমান্ত নয়, তবু এরা ঢুকে পড়ছে। এটা কতটা বিপজ্জনক, বুঝতে পারছেন?”
রাজ্যে বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) প্রসঙ্গে প্রশ্ন করা হলে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “এসআইআরের বিষয়টি নির্বাচন কমিশন বুঝবে। আমাদের দায়িত্ব নজরদারি করা, চৌকিদারি করা।” এরপরই তিনি ফের আক্রমণাত্মক হয়ে বলেন, “আমরা কেন অভারতীয়দের নিয়ে চলব? আমার রেশন কেন ও খাবে, আমার ভোট কেন ও দেবে? বিদেশিরা ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন, মোদিজি প্রধানমন্ত্রী হবেন— এটা হতে পারে না। লড়াইটা ভারতীয়দের সঙ্গে অভারতীয়দের।”
একইসঙ্গে শুভেন্দু (Suvendu Adhikari) আহ্বান জানান, “হিন্দুরা ঐক্যবদ্ধ হোন, রাষ্ট্রবাদী মুসলিমদেরও সঙ্গে নিতে হবে।”
তবে তাঁর এই বক্তব্যে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, “শুভেন্দু অধিকারী বেশ কিছুদিন ধরেই এইসব এলোমেলো কথা বলছেন। তিনি অজান্তেই কেন্দ্রীয় সরকারকেই কাঠগড়ায় তুলছেন। কারণ, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ মানেই সীমান্ত পেরোনো। আর সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব রাজ্যের নয়, কেন্দ্রের। সেই দায়িত্ব অমিত শাহের মন্ত্রকের। তাহলে ব্যর্থ কে?”
জয়প্রকাশ আরও বলেন, “একুশের ভোটে শুভেন্দু এই অভিযোগ করেননি। এখন ছাব্বিশের ভোটের আগে বলছেন। যদি সত্যিই নতুন অনুপ্রবেশকারী ঢুকেও থাকে, তাহলে সীমান্তে নিরাপত্তা কোথায়? সেই প্রশ্ন অমিত শাহকেই করা উচিত।”
বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে রাজ্যের রাজনীতি ফের সরগরম। নন্দীগ্রামের কালীপুজোর আলোয় ছড়িয়ে পড়েছে রাজনৈতিক উত্তাপও।