দীপাবলির আগেই আলোয় ভরে উঠল ভগবান রামের জন্মভূমি অযোধ্যা (Ayodhya Deepotsav)। সরযূ নদীর দুই তীর যেন জ্বলজ্বল করছে আলোর সাগরে। রোববার সন্ধ্যায় দীপোৎসবের ভব্য আয়োজনে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে জোড়া রেকর্ড গড়ল উত্তর প্রদেশ। দীপাবলির আগে এমন দৃশ্য যেন স্বপ্নের মতো— একসঙ্গে ২৬ লক্ষ ১৭ হাজার প্রদীপ জ্বেলে নতুন ইতিহাস গড়ল অযোধ্যা (Ayodhya Deepotsav)।
রবিবার বিকেল ৫টা থেকে শুরু হয় উৎসবের মূল অনুষ্ঠান। সরযূ নদীর তীর ধরে দীপ জ্বালাতে অংশ নেন হাজার হাজার মানুষ (Ayodhya Deepotsav)। রাত ৮টা পর্যন্ত চলে আলোর উৎসব। রাজ্যের ৩৩ হাজার ভলান্টিয়ার একসঙ্গে ২৬ লক্ষের বেশি প্রদীপ জ্বেলে ফেলেন (Ayodhya Deepotsav)। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ড্রোন দল প্রদীপের সংখ্যা যাচাই করে অফিসিয়ালি রেকর্ড ঘোষণা করে।
তবে এখানেই শেষ নয়। দীপোৎসবের সঙ্গে আরও একটি বিশ্বরেকর্ড গড়েছে অযোধ্যা— একসঙ্গে ২ হাজার ১২৮ জন মানুষ একই সময়ে আরতি করেছেন (Ayodhya Deepotsav)। গিনেস বুকে সেই রেকর্ডও নথিভুক্ত হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে আরতিতে অংশ নেন, পুষ্পক রথের দড়ি টানেন এবং শ্রীরাম, লক্ষ্মণ ও সীতার আরতি করেন।
পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আলোকসজ্জা, আতশবাজির ঝলকানি ও লাইট-অ্যান্ড-সাউন্ড শো। রামায়ণের নানা দৃশ্য মঞ্চস্থ করেন ভারতসহ ৫টি দেশের শিল্পীরা (Ayodhya Deepotsav)। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সামাজিক মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সার্টিফিকেট হাতে নিয়ে ছবি পোস্ট করেন।
গত বছরও দীপাবলিতে গিনেস বুকে নাম তুলেছিল অযোধ্যা। কিন্তু এবার সেই রেকর্ডকেও ছাপিয়ে গেল উত্তর প্রদেশের জনগণ। একদিকে ২৬ লক্ষ প্রদীপ, অন্যদিকে ২ হাজারের বেশি মানুষের আরতি— দীপাবলির আগেই বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিল অযোধ্যার দীপোৎসব।
অযোধ্যার আকাশে তখন আলো, ভক্তির সুরে মুখরিত সরযূর তীর— একটাই কথা, “জয় শ্রীরাম!”