Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • ভারত ও বাংলাদেশ— দুই দেশেই ভোটার উত্তর ২৪ পরগনার তারকনাথ! চাঞ্চল্য গোবরডাঙায়
জেলা

ভারত ও বাংলাদেশ— দুই দেশেই ভোটার উত্তর ২৪ পরগনার তারকনাথ! চাঞ্চল্য গোবরডাঙায়

double voter case
Email :2

অবিশ্বাস্য কিন্তু সত্যি! উত্তর ২৪ পরগনার গোবরডাঙা থানার পায়রাগাছি এলাকা থেকে উঠে এল এক চমকে দেওয়া ঘটনা (Double Voter Case)। অভিযোগ, এখানকার বাসিন্দা তারকনাথ ঢালী একই সঙ্গে ভারত ও বাংলাদেশ— দুই দেশেই ভোটার (Double Voter Case)! স্থানীয় সূত্রে খবর, বেড়গুম ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৬৪ নম্বর বুথে ভারতের ভোটার তালিকায় তাঁর নাম রয়েছে। আবার বাংলাদেশে সাতক্ষীরার ভোটার তালিকাতেও সেই একই নাম ও পরিচয় পাওয়া গিয়েছে (Double Voter Case)।

এই খবর সামনে আসতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। প্রতিবেশীদের কেউ কেউ হতবাক, কেউ আবার বলছেন, “এটা কীভাবে সম্ভব?”

তারকনাথ ঢালী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি মূলত বাংলাদেশের বাসিন্দা (Double Voter Case) হলেও প্রায় আট থেকে দশ বছর ধরে ভারতে বসবাস করছেন। তাঁর দাবি, এত বছর ধরে তিনি আর বাংলাদেশে ফেরেননি। তবে কীভাবে তাঁর নাম ওপার বাংলার ভোটার তালিকায় রয়ে গেল, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

অন্যদিকে, বেড়গুম ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝুমা ঘোষ (Double Voter Case) বলেন, “আমি আগে এই ঘটনাটি জানতাম না। সংবাদ মাধ্যম থেকেই জানতে পারি। বিষয়টি প্রশাসনের কাছে জানিয়ে তদন্তের দাবি জানাব।”

সূত্রের খবর, শুধু তারকনাথ ঢালীই নন, তাঁর আরও কয়েকজন আত্মীয়ও সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে এসে এখানে ভোটার তালিকায় নাম তুলেছেন (Double Voter Case)। তাঁদের মধ্যে কয়েকজন সরকারি চাকরিতেও নিযুক্ত বলে দাবি উঠেছে। প্রশাসনের তরফে এখন বড় প্রশ্ন— কীভাবে এমনভাবে একজন বাংলাদেশি নাগরিক সহজেই ভারতের ভোটার তালিকায় নাম তুলতে পারলেন? নির্বাচনী দফতরের যাচাই প্রক্রিয়ায় এমন ফাঁক থেকে গেল কীভাবে?

ঘটনার খবর পেয়ে শনিবার রাতে গোবরডাঙা থানার পুলিশ তারকনাথ ঢালির বাড়িতে পৌঁছয়। দীর্ঘ সময় ধরে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের কাছ থেকে ভোটার আইডি, আধার ও অন্যান্য বৈধ নথি দেখতে চায় পুলিশ।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, তারকনাথ ঢালী বহু বছর আগে অবৈধ পথে ভারতে প্রবেশ করেছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। তবে তিনি কীভাবে ভোটার তালিকায় নাম তুললেন, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ প্রশাসনের এক কর্তা জানান, “পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন হলে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করা হবে।”

পায়রাগাছি ও আশপাশের এলাকায় এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অনেকে বলছেন, “যদি একজন বাংলাদেশি নাগরিক এত সহজে এখানে ভোটার হতে পারেন, তবে দেশের নিরাপত্তার প্রশ্ন উঠবেই।”

প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই গোবরডাঙা থানার আধিকারিকরা স্থানীয় নির্বাচন অফিসের সঙ্গে যোগাযোগ করেছেন। নির্বাচনী নথি যাচাই করে দেখা হচ্ছে তারকনাথ ঢালীর নাম কীভাবে যুক্ত হলো। প্রয়োজনে ফরেনার্স ট্রাইবুনালে রিপোর্ট পাঠানো হতে পারে।

এই ঘটনার পর প্রশ্ন উঠছে— রাজ্যের ভোটার তালিকা কি আদৌ নিরাপদ? এমন আরও কতজন বাংলাদেশি নাগরিকের নাম ভারতের ভোটার তালিকায় রয়েছে? তদন্ত শুরু হলেও উত্তর এখনো মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts