Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • “মা কালী যেন অসুরদের বধ করেন”— নারী নিরাপত্তা ইস্যুতে কালীপুজোর মঞ্চ থেকে প্রার্থনা শুভেন্দুর
জেলা

“মা কালী যেন অসুরদের বধ করেন”— নারী নিরাপত্তা ইস্যুতে কালীপুজোর মঞ্চ থেকে প্রার্থনা শুভেন্দুর

suvendu adhikari 1
Email :2

কালীপুজোর মঞ্চ থেকেই রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে সরব হলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার কালীপুজোর উদ্বোধনে গিয়ে শুভেন্দু বলেন, “আমি মা কালী ও মা দুর্গার কাছে প্রার্থনা করছি— যেন ধর্ষণকারী অসুরদের বধ হয়। মা কালীর খড়গ আর মহামায়া দুর্গার ত্রিশূল যেন তাদের ধ্বংস করে।”

শুভেন্দুর (Suvendu Adhikari) বক্তব্যে উঠে আসে ধর্মীয় ভাবনা ও সামাজিক ক্ষোভের মিশেল। তিনি বলেন, “স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে অষ্টমীর দিনে কুমারী পূজা শুরু করেছিলেন। আমরা ছোট ছোট কন্যাদের মাতৃরূপে পুজো করি, তাদের মায়ের রূপে দেখি। অথচ এই বাংলাতেই সেই নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন— এটা সভ্য সমাজে লজ্জার।”

বিজেপি নেতার( Suvendu Adhikari) এই মন্তব্যের পেছনে রয়েছে সম্প্রতি দুর্গাপুরে দ্বিতীয় বর্ষের মেডিক্যাল পড়ুয়া তরুণীর উপর নৃশংস ধর্ষণ। গত ১০ অক্টোবর কলেজের বাইরে জঙ্গলে ঘটে সেই ঘটনাটি। প্রথমে গণধর্ষণের অভিযোগ উঠলেও, তদন্তে পুলিশ জানায়, তরুণীকে ধর্ষণের প্রমাণ মিলেছে। এই ঘটনায় ইতিমধ্যেই ছয়জনকে গ্রেফতার করা হয়েছে, যাঁদের মধ্যে একজন নির্যাতিতার ঘনিষ্ঠ বন্ধু।

তদন্তে জানা গিয়েছে, তরুণী ও তাঁর বন্ধু কলেজের বাইরে একটি নির্জন স্থানে গিয়েছিলেন। ঠিক সেই সময় কয়েকজন স্থানীয় যুবক সেখানে হাজির হয়। তাঁরা মেয়েটিকে ধরে নৃশংসভাবে ধর্ষণ করে এবং তাঁর কাছ থেকে ফোন, ব্যাগ ও টাকা ছিনিয়ে নেয়। পরে নির্যাতিতার বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, যেখানে তাঁর মেয়ের বন্ধুকেও অভিযুক্ত করা হয়।

এই ভয়াবহ ঘটনার প্রেক্ষিতেই শুভেন্দু (Suvendu Adhikari)অধিকারী কালীপুজোর অনুষ্ঠানে দাঁড়িয়ে বলেন, “যেখানে মেয়েদের দেবীর রূপে পূজা করা হয়, সেখানে কীভাবে এমন জঘন্য ঘটনা ঘটে? মা কালী যেন আমাদের শক্তি দেন এই অসুরদের বিরুদ্ধে দাঁড়াতে।”

বিরোধী নেতা আরও বলেন, “বাংলায় আইনশৃঙ্খলার অবস্থা ক্রমশ ভেঙে পড়ছে। মা কালী ও মা দুর্গা যেন এই সমাজ থেকে সেই অন্ধকার দূর করে দেন।”

শুভেন্দুর এই বক্তব্যে রাজনৈতিক মহল ইতিমধ্যেই সরগরম। অনেকে বলছেন, দুর্গাপুরের নির্যাতিতা নিয়ে রাজ্যজুড়ে যে ক্ষোভ তৈরি হয়েছে, শুভেন্দু তার প্রতিফলন ঘটিয়েছেন ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts