তিনি ২০২১ সালে তালিবানরা আফগানিস্তানে ক্ষমতা দখলের পর থেকে পাকিস্তানের ক্ষতি সম্পর্কে জানান। পাকিস্তানি সরকারি কর্মকর্তা আসিফের (Afghanistan-Pakistan Clash) দাবি, এই সময়ে পাকিস্তানে ১০,৩৪৭টি সন্ত্রাসবাদী হামলায় সেনা এবং সাধারণ মানুষ মিলিয়ে ৩,৮৪৪ জন নিহত হয়েছেন।
আসিফ (Afghanistan-Pakistan Clash) বলেন, ইসলামাবাদ বারবার আফগান তালিবান সরকারকে অনুরোধ করেছে যেন আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে কোনো হামলা চালানো না হয়। তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করেছে। পাকিস্তানের দাবি অনুযায়ী, তালিবানরা (Afghanistan-Pakistan Clash) জঙ্গিদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় সীমান্তে সংঘাত বৃদ্ধি পেয়েছে।
এই পরিস্থিতিতে সীমান্ত উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। পাকিস্তান আফগানিস্তানকে সন্ত্রাসী হামলা রোধে কঠোর ব্যবস্থা নিতে বললেও, কাবুল পাল্টা দাবি করেছে যে পাকিস্তান এই বিষয়ে ভুল তথ্য ছড়াচ্ছে।