আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত (Afghanistan-Pakistan Tension) উত্তেজনা ক্রমেই বাড়ছে। আফগানিস্তানের কাবুল ও কান্দাহারের মতো গুরুত্বপূর্ণ শহরে পাকিস্তানি বায়ুসেনা বিমান হামলা চালিয়েছে। পাল্টা জবাবে সীমান্তে হামলা চালিয়েছে আফগান সেনারা (Afghanistan-Pakistan Tension)।
তবে সবচেয়ে আলোচিত ছবি এসেছে আফগানিস্তানের নানগ্রাহার প্রদেশ থেকে (Afghanistan-Pakistan Tension)। সেখানে তালিবান যোদ্ধারা দেখিয়েছেন পরিত্যক্ত পাকিস্তানি সেনাদের প্যান্ট। দাবি করা হয়েছে, সংঘর্ষের সময় ভয় পেয়ে অনেক পাকিস্তানি সেনা অস্থায়ী ছাউনিতে প্যান্ট ফেলে পালিয়েছে। আফগান সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা (Afghanistan-Pakistan Tension) এই ঘটনাকে ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের সঙ্গে তুলনা করে ‘৯৩ হাজার প্যান্ট সেরিমনি ২.০’ বলে ব্যঙ্গ করেছেন।
গত বুধবার পাকিস্তানি বিমান হামলায় ১৫ আফগান নিহত হয়, আহত হয় শতাধিক। এরপর পাকিস্তানের স্পিন বোলদাক সীমান্তচৌকি তালিবানরা দখল করে নেয়। ডুরান্ড লাইনের কাছে পরিত্যক্ত পাকিস্তানি সেনা পোস্ট থেকে উদ্ধার করা প্যান্ট ও অস্ত্র উঁচিয়ে জনসমক্ষে জয়ের নিদর্শন হিসেবে প্রদর্শন করা হয়।
এই পরিস্থিতির মধ্যে দুই দেশ ৪৮ ঘণ্টার জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যদিও পাকিস্তান সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের হামলা চালায় (Afghanistan-Pakistan Tension)। ২০২১ সালে তালিবান আফগানিস্তান দখল করার পর থেকে এটি প্রথম সরাসরি সংঘর্ষ। পাকিস্তান দাবি করেছে, আফগান তালিবানদের নিজেদের দেশ থেকে জঙ্গিদের নিয়ন্ত্রণ করতে হবে, নাহলে তারা পাকিস্তানে ঢুকে হামলা চালাচ্ছে। তবে তালিবান প্রশাসন পাকিস্তানের অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা আফগানিস্তানের বিষয়ে মিথ্যা তথ্য প্রচার করছে।
পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার পর আফগানদের মধ্যে পাকিস্তানবিরোধী মনোভাব বেড়েছে। অনেকে তালিবানে যোগ দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করার ইচ্ছাও প্রকাশ করেছেন।