দুর্যোগের পরে ধীরে ধীরে ছন্দে ফিরছে পাহাড়ের পরিবেশ। সেই মধ্যেই দার্জিলিংয়ে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা (Darjeeling Accident)। শুক্রবার সকালে পাঙ্খাবাড়ির তিনঘুমটি এলাকায় পাঁচ বন্ধু নিয়ে যাওয়া একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায়। এই মর্মান্তিক ঘটনায় (Darjeeling Accident) দুই পর্যটক মারা গেছেন। নিহতদের নাম রাজেশ পাসোয়ান ও সুমিত সিংহ।
পুলিশ সূত্রে জানা গেছে, পাঁচ বন্ধু শিলিগুড়ির নকশালবাড়ি এলাকার বাসিন্দা (Darjeeling Accident)। তারা ছুটি কাটাতে গাড়ি নিয়ে কার্শিয়াং গিয়েছিলেন। শনিবার সকালে ফেরার পথে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় গাড়িটি রাস্তার বাঁকে নিয়ন্ত্রণ হারায় এবং নিমেষেই খাদে পড়ে যায়।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। পাহাড়ি রাস্তা, বৃষ্টির পরে ফসিলন এবং গাড়ির নিয়ন্ত্রণ হারানো এই দুর্ঘটনার মূল কারণ হিসেবে প্রাথমিকভাবে খতিয়ে দেখা হচ্ছে।
উত্তরবঙ্গের পর্যটন কেন্দ্রগুলি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, কিন্তু এই দুর্ঘটনা পাহাড়ে যাতায়াতের ঝুঁকি ও সুরক্ষার প্রয়োজনের ওপর নতুন করে আলোকপাত করেছে।