গাজা নিয়ে আলোচনার উদ্দেশ্যে আয়োজিত এক আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনের পর ফের বিতর্কের মুখে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এক ‘হট মাইক’-এ ধরা পড়ে তাঁর গোপন আলাপচারিতা, যা এখন মার্কিন রাজনীতিতে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু।
ইজিপ্টে আয়োজিত ওই সম্মেলনে ট্রাম্প (Donald Trump) বক্তব্য শেষ করার পর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর (Prabowo Subianto) সঙ্গে কথা বলছিলেন। ঠিক সেই সময়ই তাঁদের কথোপকথন অজান্তে রেকর্ড হয়ে যায় লাইভ মাইক্রোফোনে। শোনা যায়, ট্রাম্প বলছেন— “He’s such a good boy. I’ll have Eric call.” (সে খুব ভালো ছেলে, আমি এরিককে কল করতে বলব)।
এই একটিমাত্র বাক্যই ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। কারণ, ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প (Eric Trump) ট্রাম্প অর্গানাইজেশনের (Trump Organization) এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট। ওই সংস্থা বর্তমানে ইন্দোনেশিয়ায় একাধিক বিলাসবহুল রিয়েল এস্টেট ও রিসোর্ট প্রকল্পে যুক্ত। ফলে এই মন্তব্য ঘিরে উঠেছে প্রশ্ন— কূটনৈতিক মঞ্চে বসে ট্রাম্প (Donald Trump) কি ব্যক্তিগত ব্যবসার স্বার্থেই আলাপ করছিলেন?
ঘটনাটি ঘটেছে ঠিক তখনই, যখন ট্রাম্প (Donald Trump) গাজা যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের মানবিক সংকট নিয়ে একাধিক দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠক করছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য দেওয়ার পর পাশের ঘরে প্রাবোওর সঙ্গে তাঁর এই কথোপকথন শুরু হয়, যা লাইভ সম্প্রচারের মাইক্রোফোনে ধরা পড়ে।
ঘটনার পর মার্কিন রাজনীতিতে নেমেছে তীব্র বিতর্ক। অনেক বিশেষজ্ঞ বলছেন, এটি “কূটনীতি ও ব্যক্তিগত ব্যবসার বিপজ্জনক মিশ্রণ।” প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য ব্যবসায়িক আলোচনার ইঙ্গিত মেলে এই সংক্ষিপ্ত আলাপচারিতা থেকে।
ইন্দোনেশিয়ায় ট্রাম্প অর্গানাইজেশনের দুটি বড় প্রকল্প— ‘Trump International Resort Bali’ এবং ‘Lido City Golf & Resort’— বর্তমানে নির্মীয়মাণ। এই প্রেক্ষিতে ট্রাম্পের “I’ll have Eric call” মন্তব্যকে অনেকেই সরাসরি ব্যবসায়িক প্রস্তাব হিসেবে দেখছেন।
হোয়াইট হাউসের কাছ থেকে এখনও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে মার্কিন মিডিয়া ও আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলিতে ভিডিওটি ভাইরাল হওয়ার পর রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় শিবিরেই শুরু হয়েছে সমালোচনা।
বিশ্লেষকদের মতে, এটি শুধুমাত্র একটি ভুল নয়, বরং আন্তর্জাতিক কূটনৈতিক নীতির পরিপন্থী আচরণ। অনেকেই মনে করছেন, ট্রাম্প (Donald Trump) আবারও রাজনীতিকে ব্যক্তিগত ব্যবসার সঙ্গে মিশিয়ে দিচ্ছেন— যেটা তিনি আগেও প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে বহুবারের মতো অভিযুক্ত হয়েছিলেন।
এই ঘটনার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও ক্লিপ। লক্ষ লক্ষ মানুষ ট্রাম্পের বক্তব্য (Donald Trump) শুনে প্রশ্ন তুলেছেন— “গাজা নিয়ে আলোচনা শেষে কেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ব্যবসার কথা উঠল?”
এই ঘটনায় মার্কিন প্রশাসন ও আন্তর্জাতিক রাজনীতি দুই ক্ষেত্রেই তৈরি হয়েছে তীব্র আলোড়ন।