Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • হামাসের গ্রেনেড সরিয়ে বন্ধুদের জীবন বাঁচিয়েছিলেন! সেই নেপালি যুবকের মৃত্যু নিশ্চিত করল ইজরায়েল
বিদেশ

হামাসের গ্রেনেড সরিয়ে বন্ধুদের জীবন বাঁচিয়েছিলেন! সেই নেপালি যুবকের মৃত্যু নিশ্চিত করল ইজরায়েল

hindu hamas hostage
Email :4

হামাসের হাতে বন্দি একমাত্র হিন্দু বিপিন জোশি (Bipin Joshi) আর নেই। দীর্ঘ দুই বছরের প্রতীক্ষার পর তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইজরায়েল সরকার। সোমবার হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড (Qassam Brigades) জানায়, চারজন মৃত বন্দির দেহ ফেরত দেওয়া হবে, তাঁদের মধ্যে রয়েছেন নেপালের তরুণ কৃষি ছাত্র বিপিন জোশি (Bipin Joshi)।

মাত্র ২৩ বছর বয়সী বিপিন ছিলেন নেপালের এক সাধারণ গ্রাম্য যুবক। জীবনের নতুন শুরু করতে তিনি ইজরায়েল পাড়ি দিয়েছিলেন “লার্ন অ্যান্ড আর্ন” (Learn and Earn) নামের কৃষি প্রশিক্ষণ প্রকল্পে যোগ দিতে। হামাসের হামলার মাত্র কয়েক দিন আগে তিনি পৌঁছেছিলেন দক্ষিণ ইজরায়েলের কিবুত্‌জ অ্যালুমিমে (Kibbutz Alumim), যেখানে তাঁর সঙ্গে আরও ১৬ জন নেপালি ছাত্র ছিলেন (Bipin Joshi)।

২০২৩ সালের ৭ অক্টোবর সকালে হামাসের জঙ্গিরা যখন সীমান্ত পেরিয়ে হঠাৎ হামলা চালায়, তখন সেই কিবুত্‌জে লুকিয়ে ছিলেন বিপিন (Bipin Joshi) ও তাঁর সহপাঠীরা। সেই সময় এক জঙ্গি আশ্রয়স্থলে গ্রেনেড ছোড়ে, কিন্তু বিপিন নিজের প্রাণের পরোয়া না করে সেটি দূরে সরিয়ে দেন। তাঁর সেই সাহসিকতায় বেঁচে যান কয়েকজন সহপাঠী, যদিও ১০ জনের মৃত্যু হয় সেদিনই।

আক্রমণের পর বিপিনকে (Bipin Joshi) অপহরণ করে নিয়ে যায় হামাস। কিছু সপ্তাহ পর একটি ভিডিও প্রকাশ্যে আসে, যেখানে বিপিন নিজেকে পরিচয় দেন— “আমার নাম বিপিন জোশি, আমি নেপাল থেকে এসেছি, আমি একজন ছাত্র।” সেই ভিডিও দেখে তাঁর পরিবার ও নেপালের সরকার আশা করেছিল, হয়তো তিনি এখনো বেঁচে আছেন। কিন্তু সোমবার সেই আশায় জল ঢেলে দিল হামাসের বার্তা।

ইজরায়েল সরকারের তরফে জানানো হয়েছে, হামাস কর্তৃক ফেরত দেওয়া দেহগুলির মধ্যে বিপিনের দেহও রয়েছে। রেড ক্রসের প্রতিনিধিরা দেহগুলি গ্রহণ করবেন এবং ডিএনএ পরীক্ষার পর তা নেপালে পাঠানো হবে।

ইজরায়েলে নেপালের রাষ্ট্রদূত ধন প্রসাদ পণ্ডিত, বিপিনের (Bipin Joshi) দিদি পুষ্পা জোশি এবং আত্মীয় কিশোর জোশি সোমবার সকাল ৭টা ৩০ মিনিটে ইজরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন, যেখানে তাঁদের জানানো হয় বিপিনের মৃত্যুর খবর।

বিপিনের মা পদ্মা জোশি ও দিদি পুষ্পা ইতিমধ্যেই দু’বার ইজরায়েল সফর করেছিলেন তাঁর খোঁজে। তাঁরা দেখা করেছিলেন ইজরায়েলি রাষ্ট্রপতি আইজাক হারজগ ও সংসদ স্পিকার আমির ওহানার সঙ্গে। বিপিনকে ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছিলেন তাঁরা। কিন্তু শেষমেশ ফিরল কেবলই দুঃসংবাদ।

এই ঘোষণার পর গোটা নেপাল শোকাহত। সোশ্যাল মিডিয়ায় বিপিনের সাহসিকতা ও আত্মত্যাগের কাহিনি ভাইরাল হয়ে পড়েছে। নেপালের তরুণ সমাজ তাঁকে “সাহসের প্রতীক” বলে আখ্যা দিয়েছে।

ইজরায়েলি কর্তৃপক্ষ জানায়, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাস ২০ জন জীবিত বন্দি মুক্তি দিয়েছে, কিন্তু সেই খবরের মাঝেই ছায়া ফেলেছে বিপিন জোশির মৃত্যুর ঘোষণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts