Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • নিজেদের হিন্দু বলে পরিচয় দেবেন না, আজব পরামর্শ দিলেন মহম্মজ ইউনুস
বিদেশ

নিজেদের হিন্দু বলে পরিচয় দেবেন না, আজব পরামর্শ দিলেন মহম্মজ ইউনুস

Email :1

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর ক্রমবর্ধমান হামলা ও নির্যাতনের ঘটনাকে ভুয়ো খবর বলে দাবি করলেন দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস (Muhammad Yunus)। বরং তিনি (Muhammad Yunus) ভারতের দিকেই অভিযোগের আঙুল তুললেন। বললেন, “ভারতের বিশেষত্ব হল ভুয়ো খবর।” তাঁর এই মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে।

এক মাস পুরনো একটি সাক্ষাৎকারে সাংবাদিক মেহদি হাসানকে দেওয়া বক্তব্যে ইউনূস (Muhammad Yunus) বলেন, “এগুলি সব ভুয়ো খবর। আপনি ভুয়ো খবরের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারেন না। ভারতের বিশেষত্বই হচ্ছে ভুয়ো খবর তৈরি করা।” তাঁর এই বক্তব্য ভাইরাল হওয়ার পর বাংলাদেশে তীব্র আলোড়ন শুরু হয়েছে।

মানিকন্ট্রোলের প্রতিবেদন অনুযায়ী, হিন্দুদের নিরাপত্তা ও বারংবার আক্রমণের প্রসঙ্গে ইউনূস (Muhammad Yunus) জানান, হিন্দু সম্প্রদায়কে নিজেদের ধর্মীয় পরিচয়ে নয়, বরং নাগরিক পরিচয়ে জোর দিতে হবে। তাঁর বক্তব্য, “আমি সম্প্রদায়ের নেতাদের বলব— নিজেদের হিন্দু বলে পরিচয় দেবেন না। বলুন, আমি বাংলাদেশের নাগরিক। নাগরিক হিসেবে অধিকার দাবি করুন। তাতেই সুরক্ষা আসবে।”

ইউনূস (Muhammad Yunus) আরও বলেন, “হিন্দুরা যেন কখনও নিজেদের একা মনে না করেন। তারা এই দেশের নাগরিক, তাই তাদের অধিকার আছে সেই মর্যাদা দাবি করার।” তাঁর মতে, বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে যে হামলার খবর প্রচারিত হয়েছে, তা অনেক ক্ষেত্রেই জমি বা স্থানীয় বিবাদের ঘটনা, যেগুলি রাজনৈতিক উদ্দেশ্যে সাম্প্রদায়িক রূপ দেওয়া হচ্ছে।

শেখ হাসিনার পতনের পর ২০২৪ সালের অগস্ট মাসে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন মহম্মদ ইউনূস (Muhammad Yunus)। সেই থেকেই একাধিক ইস্যুতে ভারতবিরোধী অবস্থান নিয়েছেন তিনি। সাম্প্রতিক এই মন্তব্যে আরও একবার তাঁর অবস্থান স্পষ্ট হলো।

যদিও আন্তর্জাতিক পর্যবেক্ষক ও মানবাধিকার সংগঠনগুলির রিপোর্ট বলছে, শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, মন্দির ভাঙচুর ও ধর্মীয় নিপীড়নের ঘটনা বেড়েছে। গত বছরের নভেম্বর মাসে ঢাকায় প্রায় ৩০ হাজার হিন্দু নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে রাস্তায় নামেন। তারা চিন্ময় কৃষ্ণ নামে এক হিন্দু নেতার মুক্তির দাবিও তোলেন।

কিন্তু সেই সমস্ত রিপোর্টকে সরাসরি অস্বীকার করেছেন ইউনূস (Muhammad Yunus)। তাঁর দাবি, “সরকার অত্যন্ত সতর্কভাবে বিষয়টি দেখছে। ভারত এই বিষয়ে অকারণ চাপ সৃষ্টি করছে।”

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ইউনূসের (Muhammad Yunus) এই মন্তব্য শুধু ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন চাপ তৈরি করবে না, বরং বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন তুলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts