কেরলের একমাত্র বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী Suresh Gopi রবিবার কন্নুরে এক অনুষ্ঠানে চাঞ্চল্যকর মন্তব্য করেন—তিনি মন্ত্রী পদ ছাড়তে চান। কারণ? মন্ত্রী হওয়ার পর থেকে তাঁর আয় প্রায় বন্ধ হয়ে গেছে। অভিনেতা থেকে রাজনীতিতে আসা গোপী জানান, জীবিকা নির্বাহের জন্য তাঁকে আবার অভিনয়ে ফিরতেই হবে।
ত্রিশূরের সাংসদ (Sursh Gopi) বলেন, “মন্ত্রী পদে বসার পর থেকে আমার উপার্জন একদমই বন্ধ। আমি সিনেমা করতে চাই, কাজ করতে চাই। আমার পরিবারের দায়িত্ব আছে, তাই আমাকে উপার্জন করতে হবে।”
তিনি (Sursh Gopi) আরও জানান, মন্ত্রী হওয়ার ইচ্ছে তাঁর কখনও ছিল না। বলেন, “আমি কখনও মন্ত্রী হওয়ার জন্য অনুরোধ করিনি। নির্বাচনের একদিন আগেও সাংবাদিকদের বলেছিলাম, আমি মন্ত্রী হতে চাই না, আমি সিনেমাতেই কাজ করতে চাই।”
বর্তমানে তিনি Petroleum & Natural Gas Minister এবং Minister of State for Tourism পদে রয়েছেন। কিন্তু এখন তিনি সেই দায়িত্ব থেকে সরে আসতে চান। গোপী বলেন, “২০০৮ সালে আমি BJP-তে যোগ দিয়েছিলাম সাধারণ কর্মী হিসেবে। মানুষ আমায় সাংসদ করেছেন, দল আমাকে মন্ত্রী করেছে। কিন্তু আমি চাই আমার জায়গায় এমন কাউকে বসানো হোক, যিনি সময় দিতে পারবেন।”
এই প্রসঙ্গে তিনি রাজ্যসভার নবনির্বাচিত সদস্য C Sadanandan Master-এর নাম প্রস্তাব করেন। সুরেশ গোপীর মতে, সদানন্দনকে কেন্দ্রীয় মন্ত্রিপদ দিলে দল ও রাজ্য—দু’দিকই লাভবান হবে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চলতি বছরেই সদানন্দন মাস্টারকে রাজ্যসভায় মনোনীত করেছেন। সুরেশ গোপীর এই মন্তব্যে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। কেরলে যেখানে বিজেপির একমাত্র সাংসদ তিনিই, সেখানে তাঁর মন্ত্রী পদ ছাড়ার ইঙ্গিত দলের কাছে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।
এখন প্রশ্ন উঠছে—সত্যিই কি Suresh Gopi মন্ত্রী পদ থেকে সরে দাঁড়াবেন? না কি দল তাঁকে থেকে যেতে রাজি করাবে? সময়ই দেবে তার উত্তর।