দুর্গাপুরের মেডিক্যাল কলেজ কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার উত্তরবঙ্গ যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, গভীর রাতে তরুণীদের বাইরে বেরোনো ঠিক নয়, বিশেষ করে নির্জন জায়গায়। তাঁর (Mamata Banerjee) কথায়, “ঘটনাটা সত্যিই ভয়াবহ। আমি যতদূর জেনেছি, নির্যাতিতা বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রী। তাহলে প্রশ্ন ওঠে, রাত সাড়ে বারোটায় ওরা ক্যাম্পাসের বাইরে গেল কীভাবে? কলেজ কর্তৃপক্ষেরও এ ব্যাপারে দায়িত্ব আছে। মেয়েদেরও সাবধান থাকা উচিত, রাতের দিকে এমন জায়গায় না যাওয়া ভালো।”
মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, অপরাধ নিয়ে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট — জিরো টলারেন্স। তাঁর মন্তব্য, “বাংলার সরকার কখনও অপরাধীদের আড়াল দেয় না। আমি পুলিশকে বলেছি, কাউকেই ছাড়বে না। তবে একটা কথা মনে রাখতে হবে, রাতের দিকে বেরনো নিরাপদ নয়। মেয়েদের নিজেদেরও সতর্ক থাকতে হবে। পুলিশ তো আর জানে না কে কখন হোস্টেল থেকে বেরোচ্ছে।”
ওড়িশার প্রসঙ্গ টেনে মমতা (Mamata Banerjee) বলেন, “তিন সপ্তাহ আগে ওড়িশার সমুদ্র সৈকতে তিনজন মেয়েকে ধর্ষণ করা হয়েছে। কিন্তু ওখানকার সরকার কী পদক্ষেপ নিয়েছে? বাংলায় এমন ঘটনা ঘটলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই।” উল্লেখ্য, দুর্গাপুরে নির্যাতিত তরুণী ওড়িশার জলেশ্বরের বাসিন্দা।
তবে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) “মেয়েদের রাতে বেরনো উচিত নয়” মন্তব্য ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার বলেন, “আমরা সবসময় মেয়েদের সমান অধিকার নিয়ে লড়াই করছি। এখন মেয়েরা আইটি, চিকিৎসা, মিডিয়া—সব ক্ষেত্রেই রাত-দিন কাজ করছে। মুখ্যমন্ত্রী যদি বলেন সন্ধ্যার পর মেয়েরা বাইরে যাবে না, তা একেবারেই ঠিক নয়। আলো না দেওয়া, নিরাপত্তা না রাখা—এগুলো সরকারের দায়িত্ব। নিজের গাফিলতি ঢাকার জন্য মেয়েদের দোষারোপ করা যায় না।”
এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। একদিকে মুখ্যমন্ত্রী নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ির কথা বললেও, অন্যদিকে তাঁর এই মন্তব্যকে অনেকে “ভুক্তভোগীকেই দোষারোপ করা” বলে সমালোচনা করেছেন।