Shopping cart

TnewsTnews
  • Home
  • ব্যবসা
  • ChatGPT-র প্রতিদ্বন্দ্বী ‘Claude’ এআই এবার ভারত জয় করতে চলেছে! Anthropic প্রধানের সঙ্গে মোদীর বৈঠক
দেশ

ChatGPT-র প্রতিদ্বন্দ্বী ‘Claude’ এআই এবার ভারত জয় করতে চলেছে! Anthropic প্রধানের সঙ্গে মোদীর বৈঠক

Email :7

ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ক্ষেত্র আরও এক ধাপ এগিয়ে গেল। ক্যালিফোর্নিয়া-ভিত্তিক বিখ্যাত এআই গবেষণা ও সুরক্ষা সংস্থা Anthropic-এর সিইও ডারিও আমোদেই (Dario Amodei) শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এই বৈঠকে মূলত আলোচনা হয় ভারতের বাজারে Anthropic-এর কার্যক্রম সম্প্রসারণ ও তাদের জনপ্রিয় এআই টুল Claude Code-এর ক্রমবর্ধমান ব্যবহার নিয়ে। প্রধানমন্ত্রীর দফতর (PMO) জানিয়েছে, জুন মাসের পর থেকে ভারতে Claude Code ব্যবহারের হার পাঁচ গুণ বেড়েছে।

বৈঠকের পর ডারিও আমোদেই এক্স (X)-এ লিখেছেন, “আজ আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছি। আমরা Anthropic-এর ভারত সম্প্রসারণ ও Claude Code-এর দ্রুত ব্যবহার বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছি। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে একশো কোটির বেশি মানুষের জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ কীভাবে বদল আনবে, সেটিই এখন ভবিষ্যৎ নির্ধারণ করবে।”

প্রধানমন্ত্রী মোদীও এই বৈঠক নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “ভারতের প্রযুক্তি-পরিবেশ আজ অত্যন্ত উদ্যমী ও উদ্ভাবনী। আমাদের প্রতিভাবান তরুণরাই মানবকেন্দ্রিক ও দায়িত্বশীল এআই উদ্ভাবনের পথ দেখাবে। Anthropic-এর বিস্তারকে আমরা স্বাগত জানাই এবং শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিক্ষেত্রে একসঙ্গে কাজ করার আশা রাখি।”

প্রধানমন্ত্রীর এই মন্তব্যের সঙ্গে যুক্ত করে তিনি আরও বলেন, “ভারতের তরুণরাই বিশ্বকে দেখাচ্ছে, কীভাবে প্রযুক্তিকে মানবতার কল্যাণে ব্যবহার করা যায়।”

গুগল-সমর্থিত এই এআই কোম্পানি গত সপ্তাহেই ঘোষণা করেছে যে তারা আগামী বছর ভারতে তাদের প্রথম অফিস খুলতে চলেছে, এবং সেই অফিসের ঠিকানা হবে বেঙ্গালুরু। Anthropic জানিয়েছে, ভারতের দ্রুত বাড়তে থাকা এআই চাহিদা ও তরুণ প্রযুক্তি প্রতিভাই তাদের এখানে আসার মূল কারণ।

ভারত বর্তমানে Anthropic-এর দ্বিতীয় বৃহত্তম বাজার, যেখানে তাদের এআই চ্যাটবট Claude ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে। Claude হলো OpenAI-এর ChatGPT-এর অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী, যা বিশেষভাবে কোডিং এবং জটিল বিশ্লেষণমূলক কাজে ব্যবহৃত হয়।ভারত, যেখানে এখন প্রায় একশো কোটিরও বেশি ইন্টারনেট ব্যবহারকারী, দ্রুতই হয়ে উঠছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এআই বাজার।

এখানে ইতিমধ্যেই OpenAI (যাদের পেছনে রয়েছে মাইক্রোসফট) তাদের ভারতীয় সত্তা নিবন্ধন করেছে এবং এ বছরই নয়া দিল্লিতে অফিস খোলার পরিকল্পনা করছে। Anthropic এবং OpenAI-এর সঙ্গে এখন প্রতিযোগিতায় নেমেছে গুগলের Gemini এবং নতুন এআই সংস্থা Perplexity। এরা সবাই নিজেদের উন্নত প্ল্যান ভারতের ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে বা সুলভ মূল্যে দিচ্ছে, যাতে তারা বৃহৎ বাজার দখল করতে পারে।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts