Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • পড়তে এসে যৌন নির্যাতনের শিকার! নির্যাতিতার পরিবারকে ফোন খোদ বিরোধী দলনেতার
জেলা

পড়তে এসে যৌন নির্যাতনের শিকার! নির্যাতিতার পরিবারকে ফোন খোদ বিরোধী দলনেতার

Email :7

ওড়িশার জলেশ্বরের বাসিন্দা, দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী (Medical Student) শুক্রবার রাতে এক সহপাঠীর সঙ্গে কলেজের বাইরে খাবার খেতে বেরিয়েছিলেন। ফেরার পথে কিছু যুবক তাঁদের বাসায় ফেরার পথ আটকে দেয়, কটূ কথা বলে এবং একসময় সহপাঠীকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। ভয়ে সে পালিয়ে যায়। এরপর ছাত্রীকে টেনে একটি অন্ধকার, নির্জন জঙ্গলে নিয়ে যায় দুষ্কৃতীরা এবং সেখানে চলে ক্রুর অত্যাচার ও গণধর্ষণ (Medical Student)। তার মোবাইল ফোন ও কিছু টাকা নিয়ে নেয় অভিযুক্তরা। গুরুতর অবস্থায় মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে.​

বাবা-মা খবর পেয়েই ওড়িশা থেকে দুর্গাপুরে ছুটে আসেন (Medical Student)। অভিযোগ বলেন—“যে বন্ধুর সঙ্গে বেরিয়েছিল, সে ঘটনার সময় পালিয়ে গিয়েছিল, আমরাও সন্দেহ করছি ছাত্রীটির বন্ধুও যুক্ত থাকতে পারে।” পরিবার ও সমাজে আতঙ্ক ও কান্না ছড়িয়ে পড়েছে।

এদিকে, এখনো একজনকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ (Medical Student)। ছাত্রীর জবানবন্দি নেওয়া হয়েছে, তার বন্ধুকে ও সন্দেহভাজন কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। রাজ্যের স্বাস্থ্য ভবন, জাতীয় মহিলা কমিশন, বিজেপি ও বাম নেতৃত্ব কলেজ ক্যাম্পাসে গিয়ে প্রতিবাদ জানিয়েছে। হাসপাতালের সামনে বসে পড়েছেন দুই বিজেপি বিধায়ক, দাবি তুলেছেন—“যতক্ষণ না দোষীরা ধরা পড়ছে, ততক্ষণ আন্দোলন/অনশন চলবে।”

বাম নেতাদের দাবি—“এই রাজ্যে পুলিশ-প্রশাসন অপরাধীদের কাছে আত্মসমর্পণ করেছে, ছাত্রীরা আজ অনিরাপদ।” তৃণমূলের নেতারা বলেছেন, “পুলিশ তদন্ত করছে, যারা অপরাধে জড়িত তাদের ছাড় হবে না।”

ঘটনার রাজনৈতিক উত্তাপও ছড়িয়ে পড়েছে। নিরাপত্তাহীনতা, আইনের শিথিলতা, ও রাজনৈতিক প্রভাব—সবমিলিয়ে রাজ্যের ছাত্রীরাই প্রশ্ন তুলছে, “কীভাবে নিরাপদ পড়াশোনা করবো?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts