Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • হামাসের ‘ফেয়ারওয়েল ইমেজ’—পণবন্দিদের অবস্থা গুরুতর, ইজরায়েলের ওপর চাপ বাড়ানোর চেষ্টা
বিদেশ

হামাসের ‘ফেয়ারওয়েল ইমেজ’—পণবন্দিদের অবস্থা গুরুতর, ইজরায়েলের ওপর চাপ বাড়ানোর চেষ্টা

hamas hostage
Email :3

ইজরায়েলের সঙ্গে সরাসরি সংঘাতে ব্যর্থ হয়ে এবার ‘মাইন্ড গেম’ শুরু করেছে প্যালেস্টাইনের সশস্ত্র সংগঠন হামাস (Hamas)। ৭ অক্টোবরের ঘটনার ৪৭ জন বন্দির ছবি প্রকাশ করেছে হামাস। এই ছবিকে তারা উল্লেখ করেছে ‘ফেয়ারওয়েল ইমেজ’ বা বিদায়ী ছবি হিসেবে, যা ইঙ্গিত দেয় যে বন্দিদের শীঘ্রই মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হতে পারে (Hamas)।

ছবির প্রকাশের সঙ্গে সঙ্গে ইজরায়েলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বন্দিদের (Hamas) পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অবিলম্বে তাদের মুক্তি দেওয়া হোক এবং প্যালেস্টাইনের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করা হোক।

৪৭ বন্দির ছবির প্রতিটি ছবির নিচে লেখা রয়েছে রন অরাদ (Hamas)। এই নাম ইজরায়েলের কাছে একটি বিভীষিকামূলক ইতিহাস বহন করে। ১৯৮৬ সালে লেবাননে আমাল আন্দোলনের সময় ইজরায়েলি বায়ুসেনার ক্যাপ্টেন রন অরাদ শত্রুর হাতে বন্দি হন। এরপর হেজবোল্লার হাতে তুলে দেওয়া হয় তাঁকে। ইজরায়েল নানা কূটনৈতিক প্রয়াস চালিয়ে অরাদকে ফেরানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। এই ইতিহাসের নাম ব্যবহার করে হামাস বার্তা দিচ্ছে, যে তাদের বন্দিরাও রন অরাদের মতো বিপজ্জনক পরিস্থিতির মুখে পড়তে পারে (Hamas)।

হামাসের আল-কাসসাম ব্রিগেড ছবির সঙ্গে একটি বিবৃতিও দিয়েছে। এতে বলা হয়েছে, “ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পণবন্দিদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। গাজার সামরিক অভিযান শুরু হওয়ায় আমাদের এই বিদায়ী ছবি।”

তবে একই সময়ে গাজায় চূড়ান্ত সামরিক অভিযান চলছেই। লক্ষ লক্ষ মানুষ গাজা ছেড়ে পালাচ্ছেন, এবং নিহতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই পরিস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে আন্তর্জাতিক মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts