Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • বাংলার পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ, তামিলনাড়ুর হেনস্থার অভিযোগে চাঞ্চল্য
জেলা

বাংলার পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ, তামিলনাড়ুর হেনস্থার অভিযোগে চাঞ্চল্য

death migrant worker
Email :7

মুর্শিদাবাদে এক পরিযায়ী শ্রমিকের (Migrant Worker) মৃত্যু পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। বছর ২৪-এর যুবক ওয়াহিদ শেখকে শনিবার বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। ঠিক দু’দিন আগে তিনি তামিলনাড়ু থেকে বাড়ি ফেরেন (Migrant Worker)।

ওয়াহিদ শেখ ভগবানগোলা থানার রামকান্তপুর এলাকার বাসিন্দা। পরিবার জানায়, মাসখানেক আগে তামিলনাড়ুতে কাজ করার সময় ১০-১২ জন যুবকসহ তিনি মারধরের (Migrant Worker) শিকার হন। এমনকি তাঁদের ব্যাগপত্রও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। টাকার অভাবে ট্রেনের টিকিট কেটে বাড়ি ফিরতে পারছিলেন না তিনি। রাজ্য প্রশাসনের তরফ থেকে টিকিট দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। পরে ধার করা টাকা দিয়ে ট্রেনের টিকিট (Migrant Worker) কেটে তিনি বাড়ি ফেরেন।

পরিবারের দাবি, টাকা না থাকা, রোজগারের চিন্তা, এবং তামিলনাড়ুতে হেনস্থার স্মৃতি মিলিয়ে ওয়াহিদ হতাশায় আত্মহত্যা (Migrant Worker) করেছেন। ২০ সেপ্টেম্বর দুপুরে মা হঠাৎ ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখেন। পরিবারের অভিযোগ, এখনও পর্যন্ত কোনও স্থানীয় নেতা বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তাঁদের সঙ্গে যোগাযোগ করেননি।

ওই সময় সঙ্গে ছিলেন পরিযায়ী শ্রমিক মুস্তাফিজুর রহমানও। তিনি জানিয়েছেন, তৃণমূল নেতা সামিরুল ইসলাম টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।

গত কয়েক মাসে বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর হেনস্থার অভিযোগ বারবার উঠছে। এই বিষয় নিয়ে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

উত্তর এবং অভিযোগের এই মিশ্রণে পরিবার শোকে স্তব্ধ, এবং এই ঘটনা সমাজে পরিযায়ী শ্রমিকদের দুর্দশার আলো তুলে দিয়েছে।

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts