রবিবার মহালয়া, শহরজুড়ে উৎসবের মেজাজ। সেই আনন্দের মধ্যেই চাঞ্চল্যকর ঘটনা ঘটল কলকাতার চারু মার্কেট এলাকায় (Shoot Out)। ভরদুপুরে জনবহুল এলাকার একটি জিমে ঢুকে গুলি চালায় দু’জন দুষ্কৃতী। অভিযোগ, তারা জিমের মালিককে নিশানা করেছিল। তবে ঘটনার সময় মালিক জিমে উপস্থিত ছিলেন না (Shoot Out)।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দুপুর সাড়ে ১২টার সময় দু’জন ব্যক্তি রেইনকোট পরে জিমে (Shoot Out) ঢুকে যান। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, তারা জিমের ভিতরে মালিকের খোঁজ করছিলেন। এর পরপরই দু’টি রাউন্ড গুলি ছুঁড়ে বাইকে চেপে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
ঘটনাটি জনবহুল এলাকায় ঘটায় আশেপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। জিমটি একটি আবাসনের নীচতলায় থাকায়, গুলির শব্দও সহজে শুনতে পেয়েছে আশপাশের মানুষ। চারু মার্কেট থানার সদরদপ্তর থেকে মাত্র ২৮০ মিটার দূরে হওয়ায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু দুষ্কৃতীদের কোনও খোঁজ এখনও পাওয়া যায়নি।
এদিকে, এলাকার মানুষ প্রশ্ন তুলেছেন, এই সব অস্ত্র কোথা থেকে আসছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা কতটা সুনিশ্চিত। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, তবে মহালয়ার আনন্দে ছোঁয়া আতঙ্ক পুরো এলাকায় বিরাজ করছে।