আচমকাই সঙ্গীতপ্রেমীদের চোখের জলে ভাসিয়ে চলে গেলেন জনপ্রিয় গায়ক জুবিন গর্গ (Zubin Garg)। খবর পাওয়া গেছে, সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং-এর সময় জুবিন অচেতন হয়ে পড়েন। হাসপাতাল নেওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি (Zubin Garg)।
জুবিনের (Zubin Garg) স্ত্রী গরিমা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “রবিবারই সিঙ্গাপুর থেকে ফেরার কথা ছিল জুবিনের। কিন্তু তা আর হল না। ওকে হারালাম।” গরিমা আরও জানিয়েছেন, স্কুবা করার সময় জুবিনের সঙ্গে আরও দুজন ছিলেন—সিদ্ধার্থ এবং শেখর। তারা তিনজন একসাথে দ্বীপে ফিরে আসেন, কিন্তু জুবিন আবার সমুদ্রে সাঁতার কাটতে যান এবং সেই সময়ই অচেতন অবস্থায় পাওয়া যায় (Zubin Garg)।
জুবিন বহু বছর ধরেই মৃগীর সমস্যায় ভুগছিলেন। সেই সময়ও মৃগীর সমস্যার কারণে সমুদ্রের জলে অসুস্থ হয়ে পড়তে পারে বলে পরিবার আশঙ্কা করছে। বন্ধুরা তাঁকে দ্রুত হাসপাতালে নেন, কিন্তু শেষ রক্ষা হয়নি।
জুবিনের জন্ম মেঘালয়ের তুরায়। মাত্র তিন বছর বয়স থেকেই তিনি সঙ্গীতের প্রশিক্ষণ শুরু করেন। মায়ের কাছেই তাঁর প্রথম গান শেখা। ১৯৯২ সালে পেশাদারভাবে গান শুরু করেন। অহমিয়া সিনেমার পাশাপাশি বাংলা সিনেমাতেও বহু গান গেয়েছেন। সঙ্গীত পরিচালক জীৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ‘মন মানে না’, ‘পিয়া রে’ গানগুলি জনপ্রিয়। বলিউডে প্রীতমের সঙ্গে জুটি বেঁধে ‘গ্যাংস্টার’ ছবির ‘ইয়া আলি’ গান হইচই ফেলে দেয়।
জুবিন শিল্পী হিসেবে দারুণ প্রতিভাবান হলেও ব্যক্তিগত জীবনে নানা সমস্যায় পড়েছিলেন। মঞ্চে নেশাগ্রস্ত হয়ে গান গাওয়ার কারণে বহুবার বিতর্কে জড়িয়েছেন। অনিয়ন্ত্রিত জীবনযাপনই অনেকেই মনে করেছেন তাঁকে ধীরে ধীরে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে।
সঙ্গীতপ্রেমীদের জন্য এটি এক অকাল শোকের দিন। জুবিন গর্গের গান সবসময় আমাদের মনে থাকবে।