ক্যানিংয়ে মাতলা নদীর ফিশারির এলাকায় রবিবার সকালে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে দেহটি (Deadbody Recover) দেখতে পান এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। ক্যানিং থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়, যেখানে চিকিৎসকেরা মৃতদেহকে মৃত বলে ঘোষণা করেন (Deadbody Recover) ।
পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা জামা-কাপড় ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে। মোবাইল ফোনের সূত্র ধরে মৃতের পরিচয় জানা যায়। তিনি (Deadbody Recover) হলেন শামিম পৈলান, বাড়ি উস্থি থানার এলাকায়। স্থানীয়রা সন্দেহ করছেন, কেউ বা কারা তাঁকে খুন করে নদীর পাশে ফেলে গেছে।
শামিমের পরিবারকে খবর দেওয়া হয় এবং তারা ক্যানিং থানায় ছুটে আসেন। তবে কীভাবে তার মৃত্যু ঘটেছে, তা এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে। পুলিশ মৃত ব্যক্তির পরিবারের সদস্য এবং ঘটনাস্থলের স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে। প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান করছে, বাইরে থেকে এসে দুষ্কৃতীরা শামিমকে খুন করে পালিয়ে গেছে। ইতিমধ্যেই দেহের ময়নাতদন্তের কাজও শুরু হয়েছে।