প্রায় এক বছর ধরেই বেপাত্তা ছিলেন পকসো মামলার অভিযুক্ত। পুলিশকে বারবার নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ছাড় পেল না রানাঘাট থানার পুলিশ (Ranaghat Police)। অবশেষে মাঝ সমুদ্র থেকে গ্রেফতার হলেন অভিযুক্ত।
পুলিশ (Ranaghat Police) সূত্রে জানা গেছে, ২০২৪ সাল থেকে রানাঘাট পুলিশ জেলার বিশেষ দল অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছিল। অভিযুক্ত ক্রমাগত স্থান পরিবর্তন করছিল এবং নিজেকে গোপন রাখছিল (Ranaghat Police)। শেষপর্যন্ত পুলিশের নজরে আসে, তিনি নামখানা-কাকদ্বীপ এলাকার নিকটে লুকিয়ে রয়েছেন।
রানাঘাট পুলিশের একটি বিশেষ দল দ্রুত কাকদ্বীপে পৌঁছে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, অভিযুক্ত জেলের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছেন। এরপর পুলিশের খোঁজে ধরা পড়ে, অভিযুক্ত সাত দিনেরও বেশি সময় ধরে সমুদ্রে একটি নৌকায় লুকিয়ে ছিলেন।
পুলিশ অভিযান চালিয়ে কাকদ্বীপে একটি স্থানীয় নৌকায় উঠেন এবং সমুদ্রে প্রায় ১০ কিলোমিটার যাত্রার পর অভিযুক্তকে জাহাজে ওঠার সময় ধরে গ্রেফতার করেন। এরপর অভিযুক্তকে নিরাপদে থানায় আনা হয় (Ranaghat Police)।