আমেরিকায় কর্মরত ভারতীয় ও বিদেশি কর্মীদের মধ্যে গত কয়েকদিন ধরেই অনিশ্চয়তার মেঘ জমেছিল। হঠাৎ করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, এইচ-১বি ভিসার (H-1B Visa) আবেদনকারীদের দিতে হবে মোটা টাকা—এক লক্ষ মার্কিন ডলার। ঘোষণার পরই হইচই শুরু হয়, প্রশ্ন ওঠে—এটা কি বার্ষিক ফি? আমেরিকায় যারা বহুদিন ধরে এই ভিসায় কাজ করছেন, তাঁদেরও কি এত টাকা দিতে হবে? চাকরি হারানোর আতঙ্কও গ্রাস করেছিল বহু অভিবাসীকে (H-1B Visa) ।
অবশেষে হোয়াইট হাউসের তরফে এ নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়ে দিলেন—এটা কোনও বার্ষিক ফি নয়, এককালীন ফি (H-1B Visa) । কেবলমাত্র নতুন আবেদনকারীদের উপরই এই নিয়ম কার্যকর হবে (H-1B Visa) । যাঁরা আগে থেকেই এইচ-১বি ভিসায় আমেরিকায় রয়েছেন বা ভিসা রিনিউ করতে চান, তাঁদের কোনও ফি দিতে হবে না। দেশের বাইরে গিয়েও সহজে ভিসাধারীরা ফের আমেরিকায় ফিরতে পারবেন, তাঁদের উপর নতুন এই নিয়ম প্রযোজ্য হবে না।
ট্রাম্প সম্প্রতি ‘রেস্ট্রিকশন অন এন্ট্রি অব সার্টেন নন-ইমিগ্রান্ট ওয়ার্কার’ নামে একটি নথিতে সই করার পর থেকেই জল্পনা ছড়িয়েছিল—ভিসাধারীরা একবার আমেরিকা থেকে বেরোলে ফের প্রবেশের সময় ১ লক্ষ ডলার দিতে হবে। সেই গুজবেই আতঙ্ক বাড়ে। তবে হোয়াইট হাউসের ব্যাখ্যায় এবার পরিস্থিতি পরিষ্কার হয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হল, বর্তমানে এইচ-১বি ভিসায় কর্মরতদের মধ্যে প্রায় ৭১ শতাংশই ভারতীয়, এরপরই রয়েছেন চীনা নাগরিকেরা। নতুন নিয়মে স্পষ্ট হয়েছে—২১ সেপ্টেম্বরের পরে যারা নতুন আবেদন করবেন, তাঁদেরই এই এককালীন ১ লক্ষ ডলার ফি দিতে হবে। এর আগে যাঁরা আবেদন করেছেন বা বর্তমানে যাঁদের ভিসা রয়েছে, তাঁদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়।