শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে H1B Visa ফি ১ লক্ষ ডলার (প্রায় ৮৮ লক্ষ টাকা) নির্ধারণ করেছেন। এই পদক্ষেপে তথ্যপ্রযুক্তি খাতে কর্মরত অনেক ভারতীয়কে মার্কিন স্বপ্ন পূরণের পথে বড় ধাক্কা লেগেছে (H1B Visa )। সাধারণত এই ভিসার জন্য আগে খরচ পড়ত মাত্র ২১৫ মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় ১৮ হাজার ৯৩৯ টাকা। এখন এই খরচ ৮৮ লক্ষ ১১ হাজার টাকা হয়ে গেছে।
ভারত সরকার এই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। শনিবার বিকেলে বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই পদক্ষেপের ফলে অনেক ভারতীয় পরিবার মানবিক ও পারিবারিক সমস্যায় পড়তে পারে (H1B Visa )। ভারত আশা করছে, মার্কিন প্রশাসন এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেবে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নতুন ভিসানীতি বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হবে এবং তারপর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এই পরিস্থিতিতে কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেছেন (H1B Visa )। তিনি বলেছেন, “ভারতের প্রধানমন্ত্রী অত্যন্ত দুর্বল।” ভারতের সফটওয়্যার প্রকৌশলী এবং তথ্যপ্রযুক্তি কর্মীরা এখন এই নতুন নীতির কারণে ভিসা পেতে বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন।
ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতি অনুযায়ী মার্কিন নাগরিকদের স্বার্থ রক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ভারতের প্রতিক্রিয়া স্পষ্ট – নতুন এই ভিসা নীতি অনেক ভারতীয়ের জীবন ও পরিবারের ওপর প্রভাব ফেলবে।