ইউক্রেনে রাতভর তাণ্ডব চালিয়েছে রাশিয়া (Russia Ukraine War)। শুক্রবার রাত জুড়ে ইউক্রেনের বিভিন্ন এলাকায় রাশিয়ার হামলায় অন্তত ৫৮০টি ড্রোন এবং ৪০টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এই হামলায় তিনজন নিহত হয়েছেন এবং কমপক্ষে ২৬ জন আহত হয়েছেন। ইউক্রেনের (Russia Ukraine War) প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার টেলিগ্রামে এই তথ্য জানিয়েছেন।
জেলেনস্কি (Russia Ukraine War) বলেন, “রাশিয়া পরিকল্পিতভাবে সাধারণ মানুষকে নিশানা করে হামলা চালিয়েছে। ঘরবাড়ি ও কারখানায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। আমাদের আকাশসীমা রক্ষাকারী জওয়ানদের ধন্যবাদ, যাদের সাহসী তৎপরতায় হামলা অনেকটাই রুখে দেওয়া সম্ভব হয়েছে। এছাড়া আমাদের এফ-১৬ বিমান পাইলটরাও এই হামলায় কার্যকর ভূমিকা রেখেছেন।” তিনি সোশাল মিডিয়ায় হামলার ছবি প্রকাশ করেছেন।
All night, Ukraine was under a massive attack by Russia. The enemy launched 40 missiles – cruise and ballistic – and about 580 drones of various types. I thank all our warriors who defended the skies throughout the night, and our F-16 pilots, who once again proved their prowess… pic.twitter.com/ajjQV3XwnI
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) September 20, 2025
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, উত্তরের চেরনিহিভ অঞ্চলে ও পশ্চিমের খমেলনিটস্কি অঞ্চলে দুইজন নিহত হয়েছেন। ডিনিপ্রো এলাকায় ক্লাস্টার বোমা ও ক্ষেপণাস্ত্র একটি আবাসনে আছড়ে পড়ে একজনের মৃত্যু হয়। পাশাপাশি, আহত হয়েছেন কমপক্ষে ২৬ জন।
জেলেনস্কি ইউরোপের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, রাশিয়ার আগ্রাসন রুখতে তারা তাদের পাশে দাঁড়াক। তিনি আরও বলেছেন, ইউক্রেনে বিমান প্রতিরক্ষা সামগ্রী পাঠানো এবং রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য সহযোগিতা প্রয়োজন।
তিন বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে, জেলেনস্কি ফের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন। এই বৈঠকে তিনি ইউক্রেনের নিরাপত্তা ও রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করার বিষয়ে আলোচনা করবেন। কিয়েভের দাবি, যদি রাশিয়া যুদ্ধবিরতি না মানে, তবে তাদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।