Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • পশ্চিম বনাম চিনের খেলায় এবার ভারত! মরোক্কোয় টাটার অস্ত্র কারখানা উদ্বোধন করবেন প্রতিরক্ষামন্ত্রী
দেশ

পশ্চিম বনাম চিনের খেলায় এবার ভারত! মরোক্কোয় টাটার অস্ত্র কারখানা উদ্বোধন করবেন প্রতিরক্ষামন্ত্রী

rajnath singh
Email :3

আফ্রিকার বহু দেশ এখনও গৃহযুদ্ধ ও সংঘাতে জর্জরিত। পশ্চিমা শক্তি থেকে চিন—সবাই নিজেদের স্বার্থে অস্ত্র, অর্থ আর ‘পুতুল সরকার’-এর খেলায় মেতে আছে (Rajnath Singh)। এই জটিল পরিস্থিতিতেই প্রথমবার উত্তর আফ্রিকার মরোক্কোয় সরকারি সফরে যাচ্ছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। এই সফর শুধু প্রতিরক্ষার দিক থেকেই নয়, ভারতের আত্মনির্ভর কৌশলের দিক থেকেও ঐতিহাসিক বলে মনে করা হচ্ছে।

২২ তারিখ থেকে শুরু হচ্ছে তাঁর দু’দিনের মরোক্কো সফর (Rajnath Singh)। সফরের সবচেয়ে বড় আকর্ষণ টাটার নতুন অস্ত্র কারখানা উদ্বোধন। মরোক্কোর বেরশিদে তৈরি হচ্ছে টাটা অ্যাডভান্সড সিস্টেম ম্যারোক-এর কারখানা, যেখানে সাঁজোয়া গাড়ি (হুইলড আর্মার্ড প্ল্যাটফর্ম) তৈরি হবে। এটাই আফ্রিকার মাটিতে ভারতের প্রথম হাতিয়ার উৎপাদন কেন্দ্র। এর মাধ্যমে ভারত শুধু বিদেশি অস্ত্রের উপর নির্ভরতা কমাচ্ছে না, একই সঙ্গে বিশ্ববাজারে জায়গা করে নিচ্ছে।

রাজনাথ সিং (Rajnath Singh) এই সফরে মরোক্কোর প্রতিরক্ষামন্ত্রী আবদেলতিফ লৌদিয়ির সঙ্গে বৈঠক করবেন। প্রতিরক্ষা সহযোগিতা, তথ্য বিনিময়, প্রশিক্ষণ ও যৌথ উদ্যোগে উৎপাদন—এসব নিয়ে গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) সই হওয়ার সম্ভাবনা প্রবল। দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

২০১৫ সালে মরোক্কোর রাজা ষষ্ঠ মহম্মদ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের পর থেকে দুই দেশের সম্পর্ক মজবুত হয়েছে। এবার প্রতিরক্ষার ক্ষেত্রেও সেই সম্পর্ক নতুন দিশা পেতে চলেছে। এর আগে মোদি আফ্রিকার ঘানা ও নামিবিয়ায় গিয়েছিলেন। সেখানেও প্রতিরক্ষা, সন্ত্রাস দমন, বিরল খনিজ এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা নিয়ে আলোচনা হয়। অর্থাৎ ‘অ্যাক্ট ইস্ট’ নীতি যেমন ভারতের জন্য গুরুত্বপূর্ণ, তেমনই এবার ‘অ্যাক্ট আফ্রিকা’-তেও জোর দিচ্ছে নয়াদিল্লি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts