শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় চমকে দিলেন সারা বিশ্বকে। এইচ-ওয়ানবি (H1B) ভিসার খরচ হঠাৎ এক ধাক্কায় ২১৫ ডলার থেকে বেড়ে হল ১ লক্ষ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৮৮ লক্ষ টাকার সমান। এত বিশাল অঙ্কের খরচ একসঙ্গে বেড়ে যাওয়ায় তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মরত হাজার হাজার ভারতীয়র আমেরিকা গিয়ে কাজ করার স্বপ্নে ভাঁটা পড়ল (PM Modi)।
এইচ-ওয়ানবি ভিসা মূলত দক্ষ বিদেশি কর্মী ও প্রযুক্তিবিদদের জন্য। আমেরিকার বহু নামী সংস্থা দীর্ঘদিন ধরে এই ভিসার মাধ্যমে ভারতীয়দের মতো দক্ষ কর্মীদের নিয়ে গিয়ে গুরুত্বপূর্ণ প্রোজেক্টে কাজ করিয়েছে। এতদিন ভিসার খরচ ছিল মাত্র ২১৫ মার্কিন ডলার, যা ভারতীয় টাকায় প্রায় ১৯ হাজার। এখন থেকে সেই খরচ গিয়ে দাঁড়াচ্ছে এক লাফে ৮৮ লক্ষ টাকায় (PM Modi)! ফলে মার্কিন কোম্পানিগুলিও এবার চাপের মুখে পড়বে, আর ভারতীয় কর্মীদের কাছে এটি প্রায় নাগালের বাইরে হয়ে যাবে।
এই পরিস্থিতি ঘিরে শুরু হয়েছে প্রবল রাজনৈতিক তরজা। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী তীব্র আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(PM Modi) । তিনি তাঁর পুরনো একটি টুইট ফের শেয়ার করে লিখেছেন, “ভারতের প্রধানমন্ত্রী অত্যন্ত দুর্বল।” রাহুলের অভিযোগ, বিদেশে ভারতীয়দের স্বার্থ রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ মোদি সরকার।
কেবল রাহুলই নয়, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও মোদিকে কটাক্ষ করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, “জন্মদিনে ট্রাম্প প্রশাসন আপনাকে এমন উপহার দিল, যা ভারতীয়দের কষ্ট দিল।” শুধু তাই নয়, খাড়গে আরও বলেন, মোদির বিদেশনীতি পুরোপুরি ব্যর্থ।
এখন প্রশ্ন উঠছে—এইচ-ওয়ানবি ভিসার নতুন দাম কার্যকর হলে ভারতীয় আইটি সেক্টরের ভবিষ্যৎ কী দাঁড়াবে? কোটি কোটি টাকার ভিসা ফি গুনে কি এখনও আমেরিকায় কাজ করতে পারবে দক্ষ কর্মীরা? নাকি ভারতীয়দের স্বপ্ন একেবারে ভেঙে যাবে?