Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • ট্রেলার লঞ্চের মঞ্চে নীরবতা পালন, দেব বললেন—‘জুবিন রকস্টারের মতো বাঁচবে’
বিনোদন

ট্রেলার লঞ্চের মঞ্চে নীরবতা পালন, দেব বললেন—‘জুবিন রকস্টারের মতো বাঁচবে’

dev zubben
Email :3

১৯ সেপ্টেম্বর, শুক্রবার চিরবিদায় নিলেন স্বনামধন্য গায়ক ও সুরকার জুবিন গর্গ (Zubben Garg)। তাঁর আকস্মিক মৃত্যুর খবরে শোক ছড়িয়ে পড়েছে গোটা দেশে। বিনোদনজগৎ হারাল এক অনন্য প্রতিভা (Zubben Garg), যিনি অসমের মাটি থেকে উঠে এসে সুরের মূর্ছনায় জয় করেছিলেন কোটি মানুষের মন। অসমিয়া, বাংলা, হিন্দি এবং বিভিন্ন উপজাতি ভাষা মিলিয়ে প্রায় ৪০ হাজারেরও বেশি গান গেয়েছিলেন তিনি।

শুক্রবার তাঁর প্রয়াণে টলিউডের বহু শিল্পী শোকপ্রকাশ করেন (Zubben Garg)। শ্রদ্ধা জানান সুপারস্টার দেবও। ঠিক যেদিন দেবের নতুন ছবি রঘু ডাকাত-এর ট্রেলার মুক্তি পায়, তার আগের দিনেই চলে যান তাঁর প্রিয় কণ্ঠশিল্পী (Zubben Garg)। ফলে শোকের ছায়া নেমে আসে পুরো অনুষ্ঠানে।

দেবের একাধিক ছবিতে প্রাণ পেয়েছিল জুবিনের কণ্ঠ—‘মন মানে না’, ‘আয়না মন ভাঙা আয়না’-র মতো গান আজও ভক্তদের হৃদয়ে অমলিন। প্রেমের সাফল্য বা ব্যর্থতা—দু’ক্ষেত্রেই ভরসা হয়ে থেকেছে তাঁর গান (Zubben Garg)। সেই কারণেই ট্রেলার লঞ্চে মঞ্চে উপস্থিত সঙ্গীত পরিচালক রথিজিৎ ভট্টাচার্য ও নীলায়ন চট্টোপাধ্যায় নীরবতা পালন করেন এবং গানে গানে তাঁকে স্মরণ করেন। তাঁরা বলেন, “জুবিনের চলে যাওয়া মেনে নেওয়া কঠিন। তিনি রকস্টারের মতোই বেঁচে থাকবেন।”

দেবের রংবাজ, খিলাড়ি, খোকা ৪২০-এর মতো ছবিতেও তাঁর গান দারুণ জনপ্রিয় হয়েছিল।

মৃত্যুকালে জুবিন গর্গের বয়স হয়েছিল মাত্র ৫২ বছর। জানা গিয়েছে, তিনি সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশ নিতে গিয়েছিলেন। সেখানে প্যারাগ্লাইডিং করতে গিয়ে আচমকাই দুর্ঘটনা ঘটে। মাঝ আকাশ থেকে সোজা সমুদ্রে পড়ে যান তিনি। দীর্ঘক্ষণ অচৈতন্য অবস্থায় জলে ভেসে থাকার পর স্থানীয় পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আইসিইউতে রাখা হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি গায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts