Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • নলহাটির ভুয়ো থানা এবং সমান্তরাল প্রশাসনের হোতা গ্রেপ্তার! বিভাস অধিকারীর কুকীর্তির চাঞ্চল্যকর তথ্য ফাঁস
জেলা

নলহাটির ভুয়ো থানা এবং সমান্তরাল প্রশাসনের হোতা গ্রেপ্তার! বিভাস অধিকারীর কুকীর্তির চাঞ্চল্যকর তথ্য ফাঁস

Bibhas chakraborty
Email :5

ভুয়ো থানা থেকে সমান্তরাল প্রশাসন – জালিয়াতির একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়ার পর পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী। তাঁর বিবিধ কুকীর্তির তদন্তে নেমে নয়ডা পুলিশ চাঞ্চল্যকর দাবি করেছে। তাদের দাবি, নয়ডায় নয়, বিভাস অধিকারীর সমস্ত প্রতারণার বীজ বপন হয়েছিল নলহাটির (Nalhati) মাটিতেই। ২০২৩ সাল থেকে এসব কীর্তি শুরুর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ধাপে ধাপে বিষয়টি নজরে আসে পুলিশের। নয়ডা থেকে তাঁকে গ্রেপ্তার করার পর বুধবার তদন্তের স্বার্থে কলকাতায় এসেছিলেন সেখানকার তদন্তকারী আধিকারিকরা (Nalhati)।

নয়ডা পুলিশ সূত্রে খবর, ২০২৩ সালে নলহাটিতে (Nalhati) একাধিক ব‍্যক্তিকে ভুয়ো নোটিস পাঠিয়ে ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ ওঠে বিভাসের বিরুদ্ধে। এই চক্রের সঙ্গে জড়িয়ে তাঁর ছেলে অর্ঘ্যও (Nalhati)। নয়ডা পুলিশের হাতে আসা তথ্য অনুযায়ী, শুধু ভুয়ো সংস্থাই নয়, নলহাটিতে রীতিমতো সমান্তরাল প্রশাসন চালাতেন বিভাস! চাপ দিয়ে টাকা আদায়ের হাজার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। International police and crime investigation Bureau নামে ভুয়ো থানায় আগেও বিভাস এই ধরনের ভুয়ো তদন্ত সংস্থা খুলে ভয় দেখিয়ে নলহাটির (Nalhati) একাধিক ব‍্যক্তির কাছে টাকা হাতানো এবং জমি দখল করার মতো অপরাধের অভিযোগ রয়েছে।

নয়ডা পুলিশ সূত্রে আরও খবর, এছাড়া National Bureau of Social Investigation and social justice নামে সংস্থা খুলেছিলেন। নলহাটির একাধিক মানুষকে সেখান থেকে নোটিস পাঠিয়ে ডেকে পাঠাতেন বিভাস। নোটিসে জমি জটের কথা উল্লেখ থাকত। সমাধানের জন্য নলহাটিতে বিভাসের আশ্রম অফিসে ডেকে মিটিয়ে ফেলার প্রস্তাবও দেওয়া হতো। আর অফিসে ডেকে বিবাদ নিষ্পত্তির নামে ভয় দেখানো ও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুমকি দিতেন বিভাস। এরকমই একাধিক তথ্য হাতে পেয়েছে নয়ডা পুলিশ।

এসব তথ্য সম্পর্কে বিশদে জানতেই বুধবার কলকাতায় এসেছে নয়ডা পুলিশের একটি দল। কলকাতার বেলেঘাটা থানার সহায়তায় বিভাসের অফিসে ইতিমধ্যে অভিযান চালানো হয়েছে। এবার তাঁদের গন্তব্য নলহাটি। বৃহস্পতিবার নলহাটি পৌঁছে ‘প্রতারিত’ মানুষজনের সঙ্গে কথা বলবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts