Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • জামিনের শুনানির আগে আদালত চত্বরে বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়কের, প্রমাণ করতে পারবে না দুর্নীতি
রাজ্য

জামিনের শুনানির আগে আদালত চত্বরে বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়কের, প্রমাণ করতে পারবে না দুর্নীতি

jiban krishna das
Email :5

কোটি কোটি টাকার নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠলেও বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (Jibon Krishna Saha) এখনও আত্মবিশ্বাসী। বুধবার আদালতের সামনে দাঁড়িয়ে তিনি স্পষ্ট জানালেন, তিনি নির্দোষ। তাঁর কথায়, “কেউ কিছুই প্রমাণ করতে পারবে না।”

প্রায় দুই বছর আগে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই প্রথমে গ্রেপ্তার করে জীবনকৃষ্ণ সাহাকে (Jibon Krishna Saha)। তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয় এবং জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আটক করা হয়। অভিযোগ, তখন প্রমাণ লোপাট করার জন্য তিনি নিজের মোবাইল ফোন পুকুরে ফেলে দিয়েছিলেন। কিন্তু তাতেও লাভ হয়নি। কয়েক মাস জেলে কাটিয়ে চলতি বছরেই জামিনে মুক্ত হন তিনি (Jibon Krishna Saha)।

তবে আবার আগস্ট মাসে ইডি হানা দেয় তাঁর বাড়িতে। টানা ছয় ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর ফের গ্রেপ্তার হন জীবনকৃষ্ণ। বর্তমানে তিনি জেলেই আছেন। বৃহস্পতিবার তাঁর জামিনের শুনানি ছিল ইডির বিশেষ আদালতে। সেই শুনানির আগেই আদালত চত্বরে দাঁড়িয়ে নিজের নির্দোষ হওয়ার দাবি করেন বিধায়ক।

প্রসঙ্গত, ইডি আদালতে জানিয়েছে, নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে বাজার থেকে মোট ৪৬ লক্ষ টাকা তুলেছিলেন জীবনকৃষ্ণ। এর মধ্যে ২৬ লক্ষ টাকা গিয়েছিল তাঁর স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং ২০ লক্ষ টাকা গিয়েছিল তাঁর বাবার অ্যাকাউন্টে। বিধায়কের স্ত্রী পেশায় একজন শিক্ষিকা। তাঁর অ্যাকাউন্টে এত টাকা কীভাবে গেল, তা নিয়েও আদালতে প্রশ্ন তুলেছে ইডি।

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts