পুজোর আগে ফের লালগড়ে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ল। জনাশুলি ও লক্ষ্মণপুরের জঙ্গলে বৃহস্পতিবার বেশ কয়েকটি রহস্যজনক পায়ের ছাপ (Tiger) পাওয়া যায়। আর সেই ছাপ ঘিরেই আতঙ্কে স্থানীয়রা। খবর পেয়ে বনদপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান (Tiger)।
তদন্ত শুরু হলেও এখনও স্পষ্ট নয়, এই ছাপ সত্যিই বাঘের নাকি বড়সড় কোনও বন্য বিড়াল বা নেকড়ে বাঘের (Tiger)। বনদপ্তরের আধিকারিকরা কোনও ঝুঁকি নিতে রাজি নন। তাই নিশ্চিত হওয়ার জন্য ইতিমধ্যেই জঙ্গলের বিভিন্ন জায়গায় ট্র্যাপ ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে।
এর আগেও লালগড়ের জঙ্গলে বাঘের দেখা মেলার খবর উঠে এসেছিল। তাই নতুন করে এই পায়ের ছাপ আতঙ্ক আরও বাড়িয়ে তুলেছে। এখন সবার নজর বনদপ্তরের রিপোর্টে—আসলে কি ফের জঙ্গলে ঢুকে পড়েছে বাঘ?