বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র দেখিয়ে আইনজীবীকে হুমকি দেওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ কলকাতার নেতাজিনগরে। অভিযুক্তকে ধরতে গিয়েও আক্রান্ত হতে হয়েছে পুলিশকে (Kolkata Police)। শেষ পর্যন্ত স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে এবং মূল অভিযুক্ত জয়ন্ত ঘোষসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে (Kolkata Police)।
পুলিশ (Kolkata Police) সূত্রে জানা গিয়েছে, নেতাজিনগর থানা এলাকার চার নম্বর কলোনির বাসিন্দা দীপায়ন ঘোষ পেশায় আইনজীবী। অভিযোগ, জয়ন্ত ঘোষ ও তাঁর দলবল প্রথমে ফোনে হুমকি দেয় দীপায়নকে। পরে তারা সরাসরি তাঁর বাড়িতে গিয়ে বন্দুক দেখিয়ে প্রাণনাশের হুমকি দেয়। এতে ভীত হয়ে দীপায়ন তৎক্ষণাৎ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ হাতে পাওয়ার পরেই পুলিশ অভিযানে নামে। এসআই দীনবন্ধু খেসের নেতৃত্বে একটি টিম জয়ন্তকে ধরতে যায়। সেই সময় জয়ন্তের অনুগামীরা রাস্তায় বাধা দেয় এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে। পুলিশ প্রথমে তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, জয়ন্ত বাঘাযতীন হাসপাতালে গিয়েছেন। এরপর সেখানেই হানা দেয় পুলিশ।
কিন্তু জয়ন্তকে গ্রেপ্তার করতে গেলে সে আচমকা সার্জিকাল কাঁচি হাতে পুলিশের উপর হামলা চালায় বলে অভিযোগ। এতে এক পুলিশকর্মী আহত হন। যদিও শেষ পর্যন্ত জয়ন্তকে পাকড়াও করতে সক্ষম হয় পুলিশ। গোটা ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। কী কারণে এই হুমকি দেওয়া হয়েছিল, তা এখন খতিয়ে দেখা হচ্ছে।