বর্ষা এলেও এতদিন বাঙালির পাতে পড়েনি পদ্মার ইলিশ (Hilsa)। তবে দুর্গাপুজোর আগেই সুখবর এসেছে। প্রতিবেশী বাংলাদেশ থেকে ইলিশ (Hilsa) এসেছে উপহার হিসেবে। বুধবার পেট্রাপোল সীমান্তে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার এবং বন্দরের ম্যানেজার নিজে পেটি খুলে ইলিশ দেখান (Hilsa)। মঙ্গলবার রাতেই তিনটি ট্রাকে করে বারো টন ইলিশ পেট্রাপোল বন্দর দিয়ে ঢুকেছে ভারতে। পরে আরও পাঁচটি ট্রাকে ২৫ টন ইলিশ এসেছে বলে খবর।
এই ইলিশ বৃহস্পতিবার কলকাতা ও হাওড়ার পাইকারি বাজারে পৌঁছে যায় (Hilsa)। সেখানেই নিলামে অংশ নেন খুচরো মাছ ব্যবসায়ীরা। বৃহস্পতিবার প্রথম দফায় প্রায় ২৪০ মেট্রিক টন ইলিশ বনগাঁ সীমান্ত পেরিয়ে হাওড়ার মাছ বাজারে আসে। ইলিশের ওজন ৮০০ গ্রাম থেকে ১ কেজি ২০০ গ্রাম পর্যন্ত। নিলামের পরই তা বিভিন্ন খুচরো বাজারে বিক্রি শুরু হবে।
হাওড়ার পাইকারি বাজারে পদ্মার ইলিশের দাম বর্তমানে কেজি প্রতি ১৮০০ থেকে ২০০০ টাকা। খুচরো বাজারে দাম আরও বাড়বে বলে মনে করা হচ্ছে—সেখানে কেজি প্রতি ২২০০ থেকে ২৫০০ টাকায় মিলতে পারে। দাম বেশি হলেও পুজোর আগে পদ্মার ইলিশ আসায় ভোজনরসিক বাঙালির মুখে হাসি ফুটেছে।