২৪ ঘণ্টা পেরোতেই আবারও বিপর্যস্ত হল কলকাতার মেট্রো গ্রিন লাইন পরিষেবা (Kolkata Metro)। শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তবে সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো ট্রেন চলেছে (Kolkata Metro)। এবারও মূল কারণ বিদ্যুৎ বিভ্রাট। মেট্রো সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার বিদ্যুৎ ট্রিপ করায় পরিষেবা ব্যাহত হয়েছে। ইঞ্জিনিয়াররা সমস্যা মেটাতে দ্রুত কাজ শুরু করেছেন (Kolkata Metro)।
বুধবার সকাল ঠিক ১০টা ৩৬ মিনিটে হঠাৎ করেই বিদ্যুৎ চলে যায়। তার ফলে সিগন্যালিং সিস্টেমে সমস্যা তৈরি হয় (Kolkata Metro)। এর জেরেই সেক্টর ফাইভ থেকে হাওড়াগামী মেট্রো এবং হাওড়া থেকে উল্টোদিকে আসা সব মেট্রো আটকে যায়। ফলে সকাল সকাল অফিস টাইমে যাত্রীদের ভোগান্তি চরমে ওঠে।
এক যাত্রী ক্ষোভের সুরে বলেন, “এই ভয়টাই পাচ্ছিলাম। এতদিন গ্রিন লাইনে সমস্যা হয়নি, কিন্তু এই শুরু হল। এখন থেকে বারবারই শুনতে হবে এই খবর।”
পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে কারণ গতকাল বিশ্বকর্মা পুজোর কারণে রাস্তায় গাড়ি, বাস, ট্রেনের সংখ্যা কম ছিল। সেই রেশ সোমবারও কাটেনি। এর মধ্যে সপ্তাহের প্রথম দিনে, সকালবেলা অফিস যাওয়ার ব্যস্ত সময়ে মেট্রো বন্ধ হয়ে যাওয়ায় মানুষ কার্যত বিপাকে পড়েন।
একজন যাত্রী বলেন, “শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ যাওয়ার জন্য মেট্রোর উপরেই নির্ভর করি। এখন যদি মেট্রো না চলে, তবে অন্য মাধ্যমে যাওয়া প্রায় অসম্ভব। কবে মেট্রো চলবে, কেউ স্পষ্ট করে কিছু বলতে পারছে না।”