Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • সিএবি ভোটের আগে বিস্ফোরক জল্পনা—ফিরছেন কি সৌরভ গঙ্গোপাধ্যায়?
খেলা

সিএবি ভোটের আগে বিস্ফোরক জল্পনা—ফিরছেন কি সৌরভ গঙ্গোপাধ্যায়?

sourav ganguly
Email :5

বাংলার ক্রিকেটে ফের নতুন উত্তেজনা। সবাই এখন একটাই প্রশ্ন করছে—সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) কি আবার ফিরছেন বাংলার ক্রিকেট প্রশাসনের শীর্ষ আসনে? আগামীকালই শেষ হচ্ছে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা। অথচ এখনও পর্যন্ত কাউকে মনোনয়ন জমা দিতে দেখা যায়নি। তাই ক্রিকেটমহল জোর গুঞ্জন তুলেছে—শেষ মুহূর্তে কি সৌরভই বাজিমাত করবেন (Sourav Ganguly)?

বর্তমানে সিএবি–র সভাপতি পদে রয়েছেন সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। তবে লোধা কমিটির নিয়ম অনুযায়ী তাঁর মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তাই নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। ঠিক এই জায়গাতেই ফের সামনে আসছে সৌরভের (Sourav Ganguly) নাম। প্রায় ছয় বছর পর কি তিনি আবার সিএবি সভাপতি হতে চলেছেন?

তিন বছর আগে সৌরভ নিজেই জানিয়েছিলেন, তিনি সভাপতি পদে দাঁড়াতে চান। কিন্তু শেষ পর্যন্ত দাদাকেই এগিয়ে দিয়েছিলেন। তবে এবার কি পরিস্থিতি বদলাচ্ছে? ক্রিকেটপ্রেমীদের মনে এখন সেই কৌতূহলই তুঙ্গে।

সিএবি–র কমিটিতে মোট পাঁচটি গুরুত্বপূর্ণ পদ রয়েছে। শোনা যাচ্ছে, সৌরভ এবং তাঁর ঘনিষ্ঠদের নামই সবার আগে আলোচনা হচ্ছে। রবিবার সকালেই নাকি সেই পাঁচ নাম চূড়ান্ত করা হবে। সভাপতি হিসেবে দেখা যেতে পারে সৌরভকে। সচিব হতে পারেন বাবলু কোলে, কোষাধ্যক্ষ পদে আসতে পারেন সৌরভের ছোটবেলার বন্ধু সঞ্জয় দাস। সহ–সচিবের আসনে থাকতে পারেন মদন ঘোষ, আর সহ–সভাপতি হিসেবে সামনে আসছে নিশীথরঞ্জন দত্তের নাম।

তবে এখানেই শেষ নয়। ময়দানের পুরনো কর্তা শ্রীমন্ত মল্লিক, সুব্রত সাহা এবং সুবীর (বাবলু) গাঙ্গুলীর ছেলে সৌমিক গঙ্গোপাধ্যায়ের নামও আলোচনায় ভাসছে। সব মিলিয়ে এখন একটাই প্রশ্ন—সৌরভ কি আসলেই ফের তাঁর ‘রাজত্বে’ ফিরবেন, নাকি আবারও দাদাকেই সামনে আনবেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts