হট এয়ার বেলুনে চড়েছিলেন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব। কিন্তু সেই সময় হঠাৎই আগুন ধরে যায় বেলুনে! অল্পের জন্য প্রাণে বাঁচলেন মুখ্যমন্ত্রী। উপস্থিত নিরাপত্তারক্ষীরা এবং কর্মীরা তৎক্ষণাৎ তাঁকে টেনে নামিয়ে আনেন। না হলে ঘটতে পারত বড় বিপদ (Madhya Pradesh)।
ঘটনাটি ঘটেছে শনিবার, ১৩ সেপ্টেম্বর। মান্দাসৌরের গান্ধী সাগর ফরেস্ট রিট্রিটে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী (Madhya Pradesh)। তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় সাংসদ সুধীর গুপ্তা। সেখানেই আয়োজন করা হয়েছিল হট এয়ার বেলুনে চড়ার। মুখ্যমন্ত্রী বেলুনের ঝুড়িতে ওঠার পরপরই হাওয়া বাড়তে শুরু করে।
বেলুনটি উপরে উঠতেই আচমকা দমকা হাওয়ায় নিয়ন্ত্রণ হারায়। বেলুনটি একপাশে কাত হয়ে যায়। ঠিক তখনই আগুন বের হতে শুরু করে গ্যাসের যন্ত্র থেকে, যা দিয়ে গরম হাওয়া তৈরি হয়। আগুন নিচের দিকে ছড়িয়ে পড়ে, মুখ্যমন্ত্রীর দিকেই। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে (Madhya Pradesh)।
সৌভাগ্যবশত, নিরাপত্তারক্ষীরা ঝাঁপিয়ে পড়ে বেলুনকে চেপে ধরেন এবং দ্রুত মুখ্যমন্ত্রীকে টেনে নামিয়ে আনেন। কর্মীরা দমকলের মতো দ্রুত আগুন নেভাতে সক্ষম হন। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাটির ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
মান্দাসৌরের জেলাশাসক অদিতি গর্গ জানিয়েছেন, বেলুনের সুরক্ষার দিক থেকে কোনও ত্রুটি ছিল না। তবে বিশেষজ্ঞরা বলেন, হট এয়ার বেলুন ওড়ানোর সেরা সময় ভোর ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত। তখন হাওয়ার গতি থাকে খুব কম। কিন্তু মুখ্যমন্ত্রী যে সময়ে বেলুনে ওঠেন, তখন বাতাসের গতি ছিল ঘণ্টায় প্রায় ১৫ থেকে ২০ কিলোমিটার। সেই কারণেই এই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়।