ভয়াবহ ভূমিকম্প কাঁপিয়ে দিল রাশিয়ার (Russia) কামচাটকা উপকূল। শনিবার স্থানীয় সময় ভোরে রিখটার স্কেলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। হঠাৎ করে কেঁপে ওঠে বিশাল এলাকা, আর সঙ্গে সঙ্গে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দেয় (Russia)। ভূমিকম্পের পরপরই জারি করা হয় সুনামির সতর্কতা।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের (Russia) কেন্দ্রস্থল ছিল কামচাটকার (Russia) প্রধান শহর পেট্রোপাভলোভস্ক-কামাচাটস্কি থেকে প্রায় ১১১ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তি হয়েছিল। প্রথমে স্থানীয়ভাবে আতঙ্ক ছড়িয়ে পড়লেও আপাতত বড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
ভূমিকম্পের পর সমুদ্র থেকে ৪ মিটার উচ্চতার ঢেউ দেখা দিতে শুরু করে। সেভেরো-কুরিলস্ক শহর সহ উপকূলের বিভিন্ন জায়গা থেকে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়। তবে কিছু সময় পরেই প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানায়, সুনামির তীব্র আশঙ্কা কেটে গেছে এবং সতর্কতা তুলে নেওয়া হয়েছে।
এটি নতুন কিছু নয়। কারণ কামচাটকা উপকূল সক্রিয় সিসমিক জোন বা ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত। এর আগে, ১৯৫২ সালে এখানেই রিখটার স্কেলে ৯ মাত্রার এক ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল, যা বিশ্বের ইতিহাসে অন্যতম শক্তিশালী। সাম্প্রতিক অতীতেও এ অঞ্চল ভয়ানক কেঁপেছে। গত জুলাই মাসেই কামচাটকায় ৮.৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প হয়েছিল, তখন জাপান, আমেরিকা, হাওয়াই, চিলি, কোস্টা রিকা পর্যন্ত সুনামির সতর্কতা জারি করা হয়েছিল।