আরজি কর (RG Kar) মেডিক্যাল কলেজের আর এক জুনিয়র মহিলা চিকিৎসকের রহস্যমৃত্যুতে ফের চাঞ্চল্য ছড়াল। মৃত ছাত্রীর নাম অনিন্দিতা সোরেন, বয়স মাত্র ২৪ বছর। তিনি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বাসিন্দা এবং আরজি কর মেডিক্যালে এমবিবিএস পড়ছিলেন (RG Kar)।
ঘটনা শুরু হয় গত সোমবার। অনিন্দিতা (RG Kar) তাঁর ঘনিষ্ঠ বন্ধু উজ্জ্বল সোরেনের সঙ্গে দেখা করতে মালদহে যান। উজ্জ্বল পুরুলিয়ার বাসিন্দা এবং মালদহ মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসক। জানা গেছে, অনুষ্ঠান ও সোশ্যাল মিডিয়ায় আলাপ থেকেই দু’জনের ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। মালদহে এসে তাঁরা শহরের একটি হোটেলে ওঠেন। হোটেলেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অনিন্দিতা। দ্রুত তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতায় আনার ব্যবস্থা করা হচ্ছিল, কিন্তু গতকাল গভীর রাতে পথেই তাঁর মৃত্যু হয়।
এই মৃত্যুকে কেন্দ্র করে উঠছে একাধিক অভিযোগ (RG Kar)। অনিন্দিতার পরিবারের দাবি, তাঁদের মেয়েকে জোর করে ওষুধ জাতীয় কিছু খাইয়ে দেওয়া হয়েছিল। মা আলপনা টুডুর অভিযোগ, তাঁর মেয়েকে জোর করে গর্ভপাত করানো হয়েছিল। মন্দিরে বিয়ে করলেও ছেলে রেজিস্ট্রি করতে চাইত না। আলপনা টুডুর কথায়, “ছেলেটি আমার মেয়েকে মালদহে ডেকেছিল। তারপর কিছু খাইয়ে মেরে দিয়েছে। আমার মেয়ের মৃত্যুর জন্য ও দায়ী। ও যেন কঠোর শাস্তি পায়।” এছাড়া তিনি মালদহ মেডিক্যালের চিকিৎসাতেও গাফিলতির অভিযোগ করেছেন।
বাবা জোসেফ সোরেন বলেন, “আমার মেয়ে সম্পর্কের বিষয়ে কিছু বলেনি। আমি চাই পুলিশ তদন্ত করে যদি অন্যায় প্রমাণিত হয়, ব্যবস্থা নিক।” দাদা অনুপম সোরেন জানান, তিনি উজ্জ্বলকে চিনতেন না। তবে পুলিশের কাছে অনুরোধ করেন যেন সবদিক খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হয়।
ঘটনার পর থেকেই অভিযুক্ত উজ্জ্বল সোরেন পলাতক। ইতিমধ্যেই ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন অনিন্দিতার পরিবার। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং তদন্ত শুরু করেছে পুলিশ।