কলকাতায় আন্তর্জাতিক মাদকচক্রের (Drug Ring) জাল ছিঁড়ে বড় সাফল্য পেল কেন্দ্রীয় গোয়েন্দারা। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারিদের মধ্যে তিনজন মহিলা রয়েছেন। তাদের (Drug Ring) কাছ থেকে উদ্ধার হয়েছে ৩৪ কেজি গাঁজা, প্রায় ৩৮৫ গ্রাম কোকেন এবং হাইড্রোফোনিক উইড। বাজেয়াপ্ত করা হয়েছে মাদক ব্যবসায় ব্যবহার হওয়া প্রায় ২২ লক্ষ টাকাও।
গোয়েন্দাদের দাবি, ব্যাঙ্কক থেকে এই মাদক (Drug Ring) আনা হত কলকাতায়। বিমানযাত্রীদের গতিবিধির উপর নজর রাখতেই গোয়েন্দারা সূত্র পান এবং শেষ পর্যন্ত চক্রের মূল কারবারিদের খোঁজ মেলে। জানা গেছে, শহরের একাধিক জায়গা থেকে মাদক ছড়িয়ে দেওয়া হত। শুধু কলকাতা নয়, আশপাশের বিভিন্ন এলাকা থেকেও এই চক্র মাদক সরবরাহ করত (Drug Ring) ।
এই অভিযানে সবচেয়ে বড় নাম ধরা পড়েছে যাদবপুর থেকে। মাদকচক্রের মূল পান্ডা তৌসিফ আহমেদকে গ্রেফতার করেছে গোয়েন্দারা। তাঁর বাড়ি থেকেই উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ গাঁজা, কোকেন ও নগদ টাকা। তৌসিফকে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা আরও ৯ জন সহযোগীর নাম জানতে পারেন। তাদের মধ্যে তিনজন মহিলা ছিলেন এবং তারাও সক্রিয়ভাবে মাদক পাচারের কাজে জড়িত ছিল।
তৌসিফ গোটা চক্র নিয়ন্ত্রণ করত। কোথায় কোথায় মাদক পৌঁছবে, কার হাতে ডেলিভারি হবে—সব ঠিক করত সে-ই। তার নির্দেশেই অন্যরা কাজ চালাত। ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টেলিজেন্স বা DRI-র গোয়েন্দারা এদিন কলকাতার নানা জায়গায় হানা দেন—যাদবপুর ও বিজয়গড়ের মতো জায়গা থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ মাদক। গোয়েন্দাদের কাছে আগেই খবর ছিল যে শহরে শক্ত জমি তৈরি করেছে এই আন্তর্জাতিক মাদকচক্র। এদিন সেই সূত্রই সত্যি প্রমাণ হলো।