Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • মালদার পাঁচটি বিশ্ব বাংলা পুরস্কারজয়ী ক্লাব প্রতারণার শিকার—অসম্পূর্ণ মণ্ডপ, পুজোর ভবিষ্যৎ অনিশ্চিত!
জেলা

মালদার পাঁচটি বিশ্ব বাংলা পুরস্কারজয়ী ক্লাব প্রতারণার শিকার—অসম্পূর্ণ মণ্ডপ, পুজোর ভবিষ্যৎ অনিশ্চিত!

maldah puja
Email :5

আর মাত্র ক’টা দিন বাকি। শহরজুড়ে চলছে পুজোর জোর প্রস্তুতি (Maldah)। কিন্তু তার মধ্যেই ঘটে গেল এমন এক ঘটনা, যা কেউ কল্পনাও করতে পারেনি। মালদার (Maldah) পাঁচটি নামকরা ক্লাবের পুজোয় নাম লিখিয়ে প্রায় ২০ লক্ষ টাকা বায়না নিয়েই উধাও হয়ে গেল কলকাতার বেহালার এক ডেকোরেটার সংস্থা। মাথায় হাত উদ্যোক্তাদের। শেষমেশ মুখ্যমন্ত্রী ও প্রশাসনের দ্বারস্থ হতে বাধ্য হলেন তারা।

অভিযোগ অনুযায়ী, যেই সংস্থাকে এই পাঁচটি পুজোর থিম তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা কাজ অসম্পূর্ণ রেখেই রহস্যজনকভাবে গা ঢাকা দিয়েছে (Maldah)। মালদা শহরের ইংরেজবাজারের বালুচর কল্যাণ সমিতি, দিলীপ স্মৃতি সঙ্ঘ, কৃষ্ণপল্লী কল্যাণ সমিতি, বেলতলা ক্লাব এবং হিমালয় সঙ্ঘ—প্রতিবছরই এই পাঁচটি ক্লাব থিমের পুজোয় সাড়া ফেলে। বিশ্ব বাংলা পুরস্কারেও বারবার সম্মানিত হয়েছে এরা। এ বছরও নজরকাড়া আয়োজনের পরিকল্পনা ছিল।

ক্লাবগুলির (Maldah) অভিযোগ, বেহালার ব্যবসায়ী সুদীপ্ত পালকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই বছর। তিনি ও তাঁর কর্মীরা কাজ শুরু করলেও হঠাৎ করেই সব বন্ধ করে উধাও হয়ে যান। এমনকি যে হোটেলে তারা ছিলেন, সেখান থেকেও চুপিসারে বেরিয়ে যান। এখন তাঁদের ফোন বন্ধ, যোগাযোগের কোনও উপায় নেই। বাধ্য হয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বালুচর কল্যাণ সমিতির সম্পাদক অমিতাভ শেঠ ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা কাজও দিয়েছি, টাকা দিয়েছি। হঠাৎ দেখছি উনি নেই। হোটেলেও খোঁজ করলাম, কিছুই পেলাম না। পরে শুনলাম পালিয়ে গেছেন। পুলিশকে জানিয়েছি। এখন স্থানীয় সংস্থার কাছে সাহায্য চাইছি।”

পুজোর আগে এই ঘটনায় কার্যত দিশেহারা ক্লাব উদ্যোক্তারা। মাত্র ১৪ দিন বাকি থাকতে থিমের কাজ অসম্পূর্ণ, হাতে সময়ও নেই। এখন প্রশ্ন একটাই—মালদার বিগ বাজেট পুজোগুলি কি এ বছর তাদের পুরনো জৌলুসে ফিরতে পারবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts