আমেরিকার টেক্সাসের ডালাস শহরে ঘটে গেল রোমহর্ষক হত্যাকাণ্ড। মাত্র একটি ওয়াশিং মেশিন নিয়ে তর্কাতর্কি গড়াল অকল্পনীয় হিংসায়। ৫০ বছরের ভারতীয় নাগরিক (Indian) চন্দ্র নাগামল্লাইয়াহকে তাঁর স্ত্রী ও সন্তানের সামনেই নির্মমভাবে শিরশ্ছেদ করা হল।
বুধবার সকালে ডালাসের ডাউনটাউন সুইটস মোটেলে কাজ করতেন চন্দ্র ও অভিযুক্ত ইয়র্দানিস কোবোস-মার্টিনেজ। অভিযোগ, ভাঙা মেশিন ব্যবহার না করার জন্য চন্দ্র (Indian) সতর্ক করেছিলেন। তিনি সরাসরি অভিযুক্তকে না বলে এক নারী সহকর্মীকে দিয়ে অনুবাদ করান। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে ৩৭ বছরের কিউবার নাগরিক কোবোস। মুহূর্তের মধ্যেই কোমর থেকে মাচেটি বের করে ঝাঁপিয়ে পড়ে চন্দ্রের (Indian) উপর।
ভয়াবহ ভিডিও ফুটেজে দেখা যায়, চন্দ্র জীবন বাঁচাতে দৌড়চ্ছিলেন, সাহায্য চাইছিলেন। মোটেলের গ্যারাজ পেরিয়ে অফিস পর্যন্ত দৌড়ান তিনি। কিন্তু রক্তপিপাসু আততায়ী তাঁকে তাড়া করে ধরে বারবার মাচেটির কোপ মারতে থাকে। শেষ পর্যন্ত শিরশ্ছেদ করা হয় চন্দ্রকে। এমনকি অভিযুক্ত মাথাটি লাথি মেরে ডাম্পস্টারে নিয়ে যায়। পুলিশের হাতে ধরা পড়ার সময়ও তাঁর হাতে ছিল রক্তমাখা মাচেটি।
চন্দ্রের স্ত্রী ও ছেলে অফিস থেকে বেরিয়ে তাঁকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তাদের সরিয়ে দেয় অভিযুক্ত। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চন্দ্রের স্ত্রীর আর্তনাদ গোটা এলাকা কাঁপিয়ে দিয়েছিল। অনেকে ভয়ে এগিয়ে আসতে পারেননি।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং সে স্বীকার করেছে যে মাচেটি দিয়ে খুন করেছে। তবে ঘটনাটি আগে থেকে পরিকল্পিত কি না, তা এখনও নিশ্চিত নয়। জানা গিয়েছে, কোবোস-মার্টিনেজ একজন কিউবান অপরাধী, যাকে বাইডেন প্রশাসন মুক্তি দিয়েছিল কারণ কিউবা তাঁকে ফেরত নেয়নি।
ভারতীয় কনসুলেট হিউস্টনে এই ঘটনার তীব্র শোক প্রকাশ করেছে। কনসুলেটের তরফে জানানো হয়েছে, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে এবং সমস্তরকম সাহায্যের ব্যবস্থা করা হচ্ছে।