রাষ্ট্রপতি ভবনে আজ সকালে ছিল উৎসবের আবহ। ভোর থেকেই আলোকসজ্জায় ঝলমল করছিল প্রাসাদ প্রাঙ্গণ। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে দিল্লির একাধিক প্রবীণ নেতা। আর তাঁদের সামনেই দেশের ১৫তম উপরাষ্ট্রপতি (Vice President) হিসাবে শপথ নিলেন এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন।
শুক্রবার সকাল ১০টা ১০ মিনিটে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর মুখে শপথবাক্য পাঠ করেন তিনি (Vice President) । সপ্তাহের শুরুতেই পুরনো সংসদ ভবনে হয়েছিল উপরাষ্ট্রপতি নির্বাচন। সেখানে গোপন ব্যালটের মাধ্যমে ভোট দেন দুই কক্ষের সাংসদরা। সেই ভোটে বিপুল ব্যবধানে জয়ী হন এককালের আরএসএস প্রচারক সিপি রাধাকৃষ্ণন। তিনি পেয়েছেন ৪৫২টি ভোট, আর বিরোধী জোট ‘ইন্ডিয়া’র প্রার্থী বি. সুদর্শন রেড্ডি পেয়েছেন ৩০০ ভোট। অর্থাৎ ১৫২ ভোটে হারিয়ে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদে নির্বাচিত হলেন রাধাকৃষ্ণন (Vice President) ।
ভোটের ফল ঘোষণার পর থেকেই বিরোধী শিবিরে অস্বস্তি। বিশেষজ্ঞদের মতে, বিরোধী জোটের ভেতর থেকেই ব্যাপক হারে ‘ক্রস ভোটিং’ হয়েছে। এই ফলাফলের অঙ্ক থেকেই স্পষ্ট, বিরোধী শিবিরে ফাটল রয়েছে।
তবে শুধু নির্বাচন নয়, শপথ অনুষ্ঠানেও ছিল চমক। রাধাকৃষ্ণন শপথ নেওয়ার সময় অতিথিদের মধ্যে বসে ছিলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। বাদল অধিবেশনের প্রথম দিন পদত্যাগ করার পর এটাই তাঁর প্রথম জনসম্মুখে উপস্থিতি। তাঁকে দেখে আলোচনায় মেতে ওঠেন অনেকেই।