গত বছর প্রকাশ পায়, চাকরির টোপ দিয়ে কিছু ভারতীয়কে রাশিয়ার সেনায় যোগ করানো হয়েছে। কিন্তু আসলে তাদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে। এই খবর প্রকাশ্যে আসার পর কেন্দ্রীয় সরকার তুমুল চাপে পড়ে। ইতিমধ্যেই ইউক্রেনে কয়েকজন ভারতীয় সৈনিক প্রাণ হারিয়েছেন। নতুনভাবে যোগদানের খবর প্রকাশিত হওয়ার পর বিদেশ মন্ত্রক (Foreign Ministry) সতর্ক বার্তা দিয়েছে, যেন কেউ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়িয়ে না পড়ে।
বিদেশ মন্ত্রকের (Foreign Ministry) মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সম্প্রতি ভারতীয়দের রাশিয়ার সেনায় যোগদান করানো হয়েছে বলে জানা গেছে। তিনি জানান, দিল্লি ও মস্কো উভয় জায়গায় রাশিয়ান কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে এবং অনুরোধ করা হয়েছে এই নিয়োগ বন্ধ করা এবং নাগরিকদের মুক্তি দেওয়ার জন্য। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ভারতীয়দের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
জয়সওয়াল (Foreign Ministry) বলেন, সরকারের পক্ষ থেকে বারবার ভারতীয়দের সতর্ক করা হয়েছে যে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তিনি আবারও সব ভারতীয় নাগরিককে রাশিয়ান সেনায় যোগদানের যেকোনো প্রস্তাব থেকে দূরে থাকার জন্য অনুরোধ করেছেন।
বছরের শুরুতে সংসদে জানানো হয়, মোট ১২৭ জন ভারতীয় রাশিয়ার সেনায় যোগ দিয়েছিলেন। এর মধ্যে ৯৮ জনকে নয়া দিল্লি ও মস্কোর আলোচনার মাধ্যমে মুক্তি দেওয়া হয়েছে। এখনও ১৩ জন ভারতীয় সেনায় রয়েছেন, যার মধ্যে ১২ জন নিখোঁজ বলে জানা গেছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে জানান, “বেশিরভাগ ভারতীয় বিভ্রান্ত হয়েছেন। অন্য ধরনের কাজের প্রতিশ্রুতি দিয়ে তাদের রাশিয়ার সেনায় যোগ করানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আশ্বাস দিয়েছেন, সেনায় থাকা ভারতীয় নাগরিকদের মুক্তি দেওয়া হবে।”
জয়সওয়াল আরও জানান, নিখোঁজ ভারতীয়দের খুঁজে বের করার জন্য মস্কোর সঙ্গে যোগাযোগ চলছে। উল্লেখ্য, ভারতে থাকা রাশিয়ান দূতাবাসও জানিয়েছে, তারা ভারতীয় নাগরিকদের সেনায় নিয়োগ দিচ্ছে না। ২০২৪ সালের জুলাই মাসে মস্কোতে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে পুতিনের আলোচনার পর আশ্বাস দেওয়া হয়, ইউক্রেনে থাকা ভারতীয়দের মুক্তি নিশ্চিত করা হবে।