Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • ‘Writer & Director: Ujaan Ganguly’— গুলজারের নামের পাশে ছেলের নাম দেখে কেঁদে ফেললেন কৌশিক
বিনোদন

‘Writer & Director: Ujaan Ganguly’— গুলজারের নামের পাশে ছেলের নাম দেখে কেঁদে ফেললেন কৌশিক

kaushik ganguly and Ujan ganguly
Email :19

‘লক্ষ্মীছেলে’ উজান গঙ্গোপাধ্যায় এবার অভিনেতা থেকে পরিচালক। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে আসতে চলেছে তাঁর প্রথম কাজ— কুরুক্ষেত্র। মহাভারতের মতো মহাকাব্যকে অ্যানিমেশনের মোড়কে তুলে ধরার সাহস দেখালেন চূর্ণী-কৌশিকের (Kaushik Ganguly) ছেলে। যে কোনও পরিচালকের জন্যই এই বিষয় বিশাল চ্যালেঞ্জ, আর সেটা প্রথম কাজেই করে ফেললেন উজান।

তবে সবচেয়ে বড় আনন্দ বাবা কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly) । কারণ, কুরুক্ষেত্র সিরিজের অফিসিয়াল পোস্টারে কিংবদন্তি গীতিকার গুলজারের নামের পাশেই লেখা— “Writer & Director: Ujaan Ganguly”। ছেলের এই সাফল্যে আবেগ ধরে রাখতে পারেননি কৌশিক (Kaushik Ganguly) । তিনি বললেন, “সন্তান কোনও দিনই বাবা-মায়ের কাছে বড় হয় না। আমার কাছে আজকের দিনটা একদিকে স্কুলের প্রথম দিনের মতো, অন্যদিকে গ্র্যাজুয়েশন ডিগ্রি পাওয়ার দিনের মতো। উজান গত তিন বছর মুখ বুজে অক্লান্ত পরিশ্রম করেছে। তার ফল আজ আমরা দেখতে পাচ্ছি।”

চূর্ণী গঙ্গোপাধ্যায়ের মতোই উজানও অভিনয় ছেড়ে এবার কলম আর ক্যামেরার দুনিয়ায় নিজের জায়গা করে নিচ্ছে। এই কাজের জন্য কলকাতার অ্যানিমেশন জগতকেও অভিনন্দন জানিয়েছেন কৌশিক (Kaushik Ganguly) । বিশেষভাবে ধন্যবাদ দিয়েছেন জনপ্রিয় স্টুডিও হাইটেক-এর টিমকে। তাঁর কথায়, “দেশের বিভিন্ন প্রান্তের শিল্পীরা, আর আমাদের শহরের এই দক্ষ অ্যানিমেটররা একসঙ্গে অক্লান্ত পরিশ্রম করেছেন। তাঁদের জন্যই এই স্বপ্ন বাস্তব হয়েছে। ওরা কলকাতার গর্ব।”

শেষে কৌশিকের আবেগঘন অনুরোধ— “অ্যানিমেশন হোক বা লাইভ-অ্যাকশন, প্রতিটি প্রজেক্টের পেছনে অসংখ্য মানুষের পরিশ্রম থাকে। তাঁদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা উজানকে আশীর্বাদ করুন, যাতে ওর স্বপ্নের পথে এগিয়ে যেতে পারে এবং আজীবন নিজেকে উজাড় করে দিতে পারে বিনোদনের জগতে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts