ইয়েমেনের রাজধানী সানা কেঁপে উঠল প্রবল বিস্ফোরণে। হুথি (Houthi) বিদ্রোহীরা দাবি করেছে, তাদের নিয়ন্ত্রিত এই শহরে ইসরায়েল বিমান হামলা (Houthi) চালিয়েছে।
হুথিদের (Houthi) নিজস্ব টিভি চ্যানেল আল-মাসিরাহ-তে বলা হয়েছে, “রাজধানী সানায় ইসরায়েলি আগ্রাসন।” তবে হামলায় কতটা ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়েছে, তা এখনো নিশ্চিত নয় (Houthi) ।
ইরান-সমর্থিত এই হুথি গোষ্ঠী কয়েক মাস ধরে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে ইসরায়েলের দিকে। শুধু তাই নয়, লোহিত সাগর দিয়ে যাওয়া বাণিজ্যিক জাহাজগুলোকেও নিশানা করেছে তারা। গাজায় চলা যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতেই এমন আক্রমণ চালানো হচ্ছে বলে জানিয়েছে হুথিরা।