Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • ইসরায়েলি আগ্রাসন! রাজধানী সানা লক্ষ্য করে হামলার দাবি করল হুথিরা
বিদেশ

ইসরায়েলি আগ্রাসন! রাজধানী সানা লক্ষ্য করে হামলার দাবি করল হুথিরা

houthi
Email :2

ইয়েমেনের রাজধানী সানা কেঁপে উঠল প্রবল বিস্ফোরণে। হুথি (Houthi) বিদ্রোহীরা দাবি করেছে, তাদের নিয়ন্ত্রিত এই শহরে ইসরায়েল বিমান হামলা (Houthi) চালিয়েছে।

হুথিদের (Houthi) নিজস্ব টিভি চ্যানেল আল-মাসিরাহ-তে বলা হয়েছে, “রাজধানী সানায় ইসরায়েলি আগ্রাসন।” তবে হামলায় কতটা ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়েছে, তা এখনো নিশ্চিত নয় (Houthi) ।

ইরান-সমর্থিত এই হুথি গোষ্ঠী কয়েক মাস ধরে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে ইসরায়েলের দিকে। শুধু তাই নয়, লোহিত সাগর দিয়ে যাওয়া বাণিজ্যিক জাহাজগুলোকেও নিশানা করেছে তারা। গাজায় চলা যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতেই এমন আক্রমণ চালানো হচ্ছে বলে জানিয়েছে হুথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts