দোহায় সাম্প্রতিক হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি-র সঙ্গে ফোনে কথা বলে তিনি হামলার ঘটনায় ভারতের অবস্থান স্পষ্ট করেন (PM Modi)।
মোদী বলেন, “কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনকে ভারত কঠোরভাবে নিন্দা করছে। আমরা চাই সংলাপ ও কূটনীতির মাধ্যমে সব সমস্যা মিটুক, উত্তেজনা না বাড়ুক। শান্তি ও স্থিতিশীলতার পক্ষে ভারত সর্বদা অটল। সন্ত্রাসের সব রূপের বিরুদ্ধেই আমরা দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি।”
তবে দোহায় হামলার ঘটনায় ঠিক কতটা ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়েছে, তা এখনো স্পষ্ট নয় (PM Modi)।
উল্লেখযোগ্যভাবে, ইরান সমর্থিত হুথি গোষ্ঠী গত কয়েক মাস ধরে ইয়েমেন থেকে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে । লক্ষ্য ইসরায়েল ও লোহিত সাগর দিয়ে যাওয়া বাণিজ্যিক জাহাজ। গাজায় যুদ্ধের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে এই হামলা চালাচ্ছে হুথিরা।