Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • রাস্তা সংস্কারের দাবিতে উত্তাল গ্রাম, তালাবন্দি হলেন বিডিও, পুলিশে রক্ষা
জেলা

রাস্তা সংস্কারের দাবিতে উত্তাল গ্রাম, তালাবন্দি হলেন বিডিও, পুলিশে রক্ষা

west medinipur
Email :4

দিনের পর দিন দাবি জানিয়েও গ্রামের ভাঙা রাস্তার কাজ হয়নি। শেষ পর্যন্ত ক্ষোভ ফেটে পড়ল গ্রামবাসীদের মধ্যে। পশ্চিম মেদিনীপুরের (West Medinipur) নারায়গণগড় ব্লকের নাড়মা গ্রাম পঞ্চায়েতে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচিতে গিয়ে আটকে পড়লেন খোদ বিডিও।

শতাধিক মহিলা প্ল্যাকার্ড হাতে কর্মসূচিতে হাজির হয়ে একজোটে প্রশ্ন তোলেন—“কবে হবে রাস্তা সংস্কার?” (West Medinipur)। তারা শুধু স্লোগানেই থেমে থাকেননি, তালাবন্দি করে বিডিও, পঞ্চায়েত প্রধান ও অন্যান্য আধিকারিকদের প্রায় দেড় ঘণ্টা আটকে রাখেন (West Medinipur)। খবর পৌঁছতেই পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে দরজা খোলানোর ব্যবস্থা করে।

তবুও গ্রামবাসীরা তাদের দাবি থেকে এক ইঞ্চি নড়েননি (West Medinipur)। বিডিও বাইরে বেরোতেই তাঁকে ঘিরে ধরে ফের প্রশ্নের ঝড় তোলে মহিলারা। চারদিক থেকে ঘিরে ধরায় ভয় পেয়ে দৌড়ে পালান বিডিও। পিছনেই প্ল্যাকার্ড হাতে দৌড়ে আসতে থাকেন বিক্ষোভকারীরা। শেষ পর্যন্ত দৌড়েই গাড়িতে উঠে কোনোমতে সরে যান তিনি।

গ্রামবাসীদের অভিযোগ, ভাঙা রাস্তার কারণে গ্রামে গাড়ি তো দূরের কথা, অ্যাম্বুল্যান্সও ঢুকতে পারে না। অসুস্থ রোগী হলে ডুলি করে হাসপাতালে নিয়ে যেতে হয়। প্রসূতি মায়েদের নিয়ে বিশেষ করে চরম সমস্যায় পড়তে হয়। তারা বলেন, “অনেকবার রাস্তা করার দাবি জানিয়েছি। কিন্তু শুধু আশ্বাস ছাড়া আর কিছুই পাইনি। তাই এবার বাধ্য হয়েই ক্যাম্পে গিয়ে দাবির কথা বলতে হয়েছে।”

এই ঘটনার পর প্রশাসনের তরফ থেকে কিংবা বিডিও নিজে কোনও প্রতিক্রিয়া জানাননি। কিন্তু পুরো গ্রামে এখন একটাই আলোচনা—রাস্তা সংস্কার না হলে আন্দোলন আরও বড় আকার নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts