টলিপাড়ার দুই জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়—যাঁদের সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই গুঞ্জন চলছিল, সেই মান-অভিমানের পালা এবার কার্যত শেষ হতে চলেছে। বুধবার সকালে হঠাৎ করেই শুভশ্রীর ইনস্টাগ্রামে পোস্ট হওয়া একটি ভিডিও দেখে নেটপাড়া রীতিমতো চমকে গিয়েছে।
ভিডিওতে দেখা যায়, শুভশ্রী মজা করে বলেন, “বলিউডে যদি দীপিকা থাকে, তাহলে আমাদের টলিউডে আছে মিমি (Mimi Chakraborty)।” এই কথা শুনেই পাশে থাকা টিমের সদস্যরা উচ্ছ্বাসে চিৎকার শুরু করেন। মুহূর্তে হেসে ওঠেন মিমি (Mimi Chakraborty)। আর তারপরেই শুভশ্রীর গালে ভালোবেসে চুমু খেতে দেখা যায় তাঁকে। মুহূর্তে এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওর ক্যাপশনে শুভশ্রী (Mimi Chakraborty) লেখেন—“২০২৫ সালের সেরা কোল্যাব।” এই ক্যাপশন ঘিরেই নেটিজেনদের প্রতিক্রিয়া তুঙ্গে। কেউ লিখছেন—“এই কোল্যাবের জন্যই এতদিন অপেক্ষা করছিলাম।” আবার কেউ মজা করে লিখেছেন—“২০২৫ সাল তো দারুণ চমক দেখাচ্ছে, এবার আর কী বাকি!”
উল্লেখ্য, মুম্বইতেই শুট হয়েছিল এই ভিডিও। এর আগেও এক অনুষ্ঠানে রাজ চক্রবর্তীর প্রাক্তন প্রেমিকা মিমি আর বর্তমান স্ত্রী শুভশ্রীকে একসঙ্গে নাচের মঞ্চে দেখা গিয়েছিল। সেই সময় থেকেই দর্শকদের মনে প্রশ্ন জেগেছিল, তবে কি পুরনো দ্বন্দ্ব ভুলে নতুন করে সম্পর্ক গড়ে তুলছেন তাঁরা? বুধবারের এই ভিডিও দেখে অনেকেরই মনে হচ্ছে, সেই জল্পনাই সত্যি হতে চলেছে।
তবে ভিডিওর কমেন্ট বক্স ভরে গেলেও, এখনও পর্যন্ত রাজ চক্রবর্তীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। টলিপাড়ার অনেকেই মনে করছেন, ধীরে ধীরে হয়তো অতীতের বরফ গলছে।
View this post on Instagram