বিগত দুই বছর ধরে উইন্ডোজ প্রযোজনা সংস্থার সঙ্গে জুটি বেঁধে পুজোর সময় দর্শকদের জন্য ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন আবির চট্টোপাধ্যায় (Abir Chaterjee)। চলতি বছরও উৎসবের মরশুমে অভিনেতার দুটি ছবি একসঙ্গে মুক্তি পেতে চলেছে। প্রথমটি হলো নন্দিতা-শিবপ্রসাদের পরিচালিত ‘রক্তবীজ ২’, আর দ্বিতীয়টি অনীক দত্ত পরিচালিত এবং ফিরদৌসুল হাসান প্রযোজিত ‘যত কাণ্ড কলকাতাতেই’ (Abir Chaterjee)।
কিন্তু প্রশ্ন উঠেছে, এই দুই ছবির মধ্যে কোনটির প্রচারে অংশ নেবেন আবির (Abir Chaterjee)? এই বিষয়টি নিয়ে নাকি পরিচালক অনীক দত্ত এবং প্রযোজক ফিরদৌসুল হাসানের সঙ্গে অভিনেতার মধ্যে কিছুটা মতবিরোধ তৈরি হয়েছে। সোমবার সাংবাদিক বৈঠকে ‘যত কাণ্ড কলকাতাতেই’ ছবির প্রযোজক-পরিচালক তাদের ক্ষোভ প্রকাশ করেছেন (Abir Chaterjee)।
উইন্ডোজ প্রযোজনা সংস্থার নিয়ম অনুযায়ী, তাদের পুজোর রিলিজের মুখ আবির চট্টোপাধ্যায় (Abir Chaterjee) হলে অন্য কোনও সিনেমা একই সময়ে মুক্তি পেলে বা রিলিজ হলেও আবির সেই ছবির প্রচারে অংশ নিতে পারবেন না। এই নিয়ম মেনে বিগত বছরগুলোতে আবির ‘রক্তবীজ’ বা ‘বহুরূপী’ ছবির সাফল্য নিশ্চিত করেছেন। এবার পঁচিশের পুজোয় ‘রক্তবীজ ২’ মুক্তি পাবে। সেই সঙ্গে শোনা যাচ্ছে, ২০২৫ সালের পুজোয় আবিরের গোয়েন্দা ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’-ও মুক্তি পেতে পারে।
সোমবার সাংবাদিক বৈঠকে প্রযোজক ফিরদৌসুল হাসান বলেন, “অভিনেতা বড় না ছবি! প্রচারের জন্য কি আমাদের আবিরের (Abir Chaterjee) কাছে ভিক্ষা চাইতে হবে?” অনীক দত্ত যোগ করেন, “আমরা দুজনকেই স্নেহ করি। আমাদের ছবি ও ‘রক্তবীজ ২’-এর ছবি সম্পূর্ণ আলাদা। তাহলে কেন নিরাপত্তাহীনতায় ভুগতে হবে?” প্রযোজক আরও বলেন, “বাংলা সিনেমার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা করছেন, তাতে প্রতিটি সিনেমার জন্য প্রাইম টাইমে স্লট নিশ্চিত হচ্ছে। কিন্তু আবির নিজের ছবির প্রচারে থাকবেন না, সেটা সমস্যা।”
এই আক্ষেপের প্রেক্ষিতে আবিরও নিজের মতামত জানিয়েছেন। তিনি বলেছেন, “উৎসবের মরশুমে দুটো ছবির প্রচার নিয়ে সবার বোঝাপড়া থাকা দরকার। আমি ‘রক্তবীজ ২’-এর সঙ্গে যুক্ত থাকবো, কিন্তু অন্য ছবির জন্যও সমান গুরুত্ব দেব। সকলের সম্মান এবং সিনেমার সাফল্য একসঙ্গে নিশ্চিত করতে চাই।”
এই দ্বন্দ্বের মধ্যে দর্শকরা এখন কৌতূহলে আছেন—উৎসবের মরশুমে আবির কোন ছবির প্রচারে বেশি দেখা দেবেন?