টলিউডের জনপ্রিয় জুটি দেব আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে (Dev Subhashree) দর্শকরা একসঙ্গে আবার বড়পর্দায় দেখতে পেয়ে দারুণ উচ্ছ্বসিত হয়েছিল। দশ বছর পর এই জুটি ‘ধূমকেতু’-র প্রচারে নস্ট্যালজিয়া উসকে দিয়েছিল। কিন্তু সিনেমা মুক্তির পরপরই ফের বদলে গেল দেব–শুভশ্রীর (Dev Subhashree) সম্পর্কের সমীকরণ। সিনেমা বক্স অফিসে দারুণ ব্যবসা করলেও দুই তারকার কথার লড়াই এখন চর্চার কেন্দ্রে।
মুক্তির শুরু থেকেই নানা বিতর্কে জড়ানো ‘ধূমকেতু’ ইতিমধ্যেই প্রায় ২৫ কোটির দোরগোড়ায় পৌঁছে গেছে। প্রচারের সময়ে শুভশ্রী অভিযোগ তুলেছিলেন, তাঁকে যথেষ্ট সম্মান দেওয়া হয়নি। এমনকি দেবের একটি মন্তব্য নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন। দেব বলেছিলেন, শুভশ্রী এখন দুই সন্তানের মা, তাই তাঁর আগের মতো সারল্য নেই। এই মন্তব্য নিয়েই শুরু হয় উত্তেজনা (Dev Subhashree)। শুভশ্রী বলেন, “দেবের মন্তব্য ভীষণ অসম্মানজনক।”
এই পরিস্থিতিতে দেব মুখ (Dev Subhashree) খোলেন। তাঁর দাবি, শুভশ্রী আসলে অভিমান থেকেই কথা বলছেন। দেব বলেন, “যত ভালোবাসা, তত অভিমান। শুভশ্রী এক ঘণ্টার সাক্ষাৎকারে আমাকে নিয়েই বলেছে। সেটা তো ভালোবাসা থেকেই করা। আমি কখনও বলিনি যে দুই সন্তানের মা হওয়ার কারণে ওর সারল্য হারিয়েছে। বরং আমি বারবার বলেছি, ও যেভাবে সংসার আর কাজ সামলাচ্ছে, সেটা প্রশংসনীয়। বর্ধমান থেকে উঠে এসে শুভশ্রী আজ যে জায়গায় পৌঁছেছে, সেটা সিনেমা করার মতোই এক জার্নি।”
তবে প্রশ্ন উঠেছে, সিনেমার প্রিমিয়ার থেকে কি শুভশ্রীকে ‘ব্রাত্য’ করা হয়েছিল? দেবের উত্তর, “প্রিমিয়ারের দিন ঠিক হতেই আমি শুভশ্রীকে ফোন করেছিলাম। ও তখন মুম্বইতে ছিল। ও বলেছিল, দেখছে জানাচ্ছে। আমি রাজকেও ফোন করেছিলাম। মানে, আমন্ত্রণ দেওয়া হয়েছিল। প্রচারের সময়ও আমি চাইছিলাম মানুষ আবার দেশু জুটিকে একসঙ্গে দেখুক।”
দেব আরও বলেন, তাঁর মন্তব্যকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। তাঁর ভাষায়, “যদি আমি বলি শুভশ্রীকে প্রযোজক হিসেবে না নিতাম, সেটা ভুল। আমি ওকে কথা দিয়েছিলাম, আমার প্রযোজনা সংস্থার প্রথম ছবিতে ও থাকবে। সেটা মুখ্য চরিত্র না হলেও রাখতাম। আমি তো অন্য অভিনেত্রীদেরও বিয়ের পর কাস্ট করেছি। কিন্তু আমার কথাকে বিকৃত করা হচ্ছে। এতে যেন ভিক্টিম কার্ড খেলা হচ্ছে।”
দেব আরও যোগ করেন, “১৪ বছর আগেও শুভশ্রী বলেছিল যে ও কেঁদেছে, কষ্ট পেয়েছে। তখনও আমি কিছু বলিনি। সব সহ্য করেছি। কারণ ওর সম্মান মানে আমার সম্মান। আমি সীমা মেনে কথা বলেছি, যাতে শুভশ্রীর অসম্মান না হয়।”
এদিকে ভক্তদের মনে প্রশ্ন জেগেছে— সিনেমা হিট হলেও কি ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ এবার চিরতরে বদলে গেল?